রংপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে পুলিশ সুপারবর্তমান বার্তা ডট কম / ০৫ এপ্রিল ২০১০৫ /  রংপুরের পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেছেন পুলিশ ও সাংবাদিকদের কাজের ধরন প্রায় একই। সে কারণে পারস্পরিক সহায়তার মাধ্যমে রংপুর থেকে সকল অপরাধ মুলক কর্মকাণ্ড নিশ্চিহ্ন করতে ব্যাপক ভুমিকা রাখবে। এজন্য তিনি গনমাধ্যম কর্মীদের সহায়তা কামনা করেন। তিনি গতকাল বৃহসপতিবার তার কার্যালয়ে রংপুরে কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে রংপুর মতবিনিময় কালে এসব কথা বলেন। তিনি খোলা মেলা ভাবে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন কালে বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষনিক ভাবে তা সমাধান করার নির্দেশ প্রদান করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রংপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক পরিবেশ পত্রিকার সম্পাদক এবং প্রকাশক এ.কে.এম ফজলুল হক. সাধারণ সম্পাদক ও ইত্তেফাক এবং জিটিভির রংপুর প্রধান ওয়াদুদ আলী সরকার, বিটিভির রংপুর প্রধান এবং দৈনিক বায়ান্নর আলোর নির্বাহী সম্পাদক আলী আশরাফ, এটিএন বাংলা ও এটিএন নিউজের রংপুর প্রধান মাহবুবুল ইসলাম, একুশে টিভি ও দৈনিক সংবাদের রংপুর বিভাগীয় প্রধান লিয়াকত আলী বাদল,  দেশ টিভির আবু আসলাম , চ্যালেন ২৪’র ব্যুরো প্রধান জুয়েল আহম্মেদ, স্টাফ রিপোর্টার নিশাত, এসএ টিভির রংপুর প্রধান রেজাউল ইসলাম বাবু, এশিয়ান টিভির রংপুর প্রধান রফিকুল ইসলাম রফিক, ৭১’র টিভির ব্যুরো প্রধান শাহ বায়েজীদ আহম্মেদ, আরটিভি রংপুর ব্যুরো প্রধান জাহাঙ্গীর আলম বাদল, মাইটিভির নজরুল ইসলাম রাজু, প্রেস ক্লাব সদস্য সাংবাদিক রশিদ বাবু, বাংলা মেইল২৪ এবং দৈনিক করতোয়ার রংপুর প্রদিনিধি সাজ্জাদ হোসেন বাপ্পী, দৈনিক ইনকিলাব (উপ:)সংবাদদাতা এবং বাংলা খবরবিডির বিভাগীয় প্রতিনিধি বাদশাহ ওসমানী, দৈনিক অবজারভারের জেলা প্রতিনিধি লাবনী ইয়াছমিন, এফএনএস এর বিভাগীয় প্রতিনিধি এবং দৈনিক পরিবেশ’র স্টাফ রিপোর্টার মমিনুল ইসলাম রিপন, একুশে টিভি ও করতোয়ার ফটো সাংবাদিক আলী হায়দার রনি, চ্যানেল ২৪’র ক্যামেরা পার্সন শরিফ উদ্দিন, বিটিভির ক্যামেরা পার্সন পারভেজ, বিজয়টিভির ক্যামেরা পার্সন রিংকু। মতবিনিময় সভাটি দুপুর দেড়টা পর্যন্ত চলে। এ সময় আরও উপস্থিত ছিলেন, এডিশনাল এসপি জয়নাল আবেদিন, ফারুক হোসেন, এএসপি হুমায়ুন কবীর, আবু নাসের, কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী, ডিএসবি’র শরিফুল ইসলাম ।

Post a Comment

Disqus