বর্তমান বার্তা ডট কম / ২৪ এপ্রিল ২০১৫ / ভক্তদের কাছে নিজের অবস্থানের খবর ভালোই জানা আছে তার। তাই পর্দায় দীর্ঘদিনের অনুপস্থিতিতে নিজেকে ‘ফুরিয়ে গেছেন’ এমনটা ভাবতেই একেবারেই নারাজ বলিউডের ‘সিমরান’ খ্যাত কাজল। আর তাই এ তালিকাভুক্ত এখনকার নায়িকাদের সমান পারিশ্রমিক হাঁকিয়েছেন নতুন ছবির জন্য।রোহিত শেঠির ‘দিলওয়ালে’ ছবিতে শাহরুখের বিপরীতে কামব্যাক ঘটতে যাচ্ছে কাজলের। আর এতে তার উপস্থিতি যতটুকুই হোক না কেন, সম্মানী পাচ্ছেন ৫ কোটি রুপি।
এ ছবিতে মূল চরিত্রে আরও আছেন বরুন ধাওয়ান ও কৃতি শ্যানন। আর এখন গোয়ায় চলছে শ্যুটিং।
Post a Comment
Facebook Disqus