বর্তমান বার্তা ডট কম / ২৪ এপ্রিল ২০১৫ /  বলিউডের
গ্রিক দেবতা খ্যাত ঋত্বিক রোশন হলিউডের ছবিতে অভিনয় করবেন এমন একটা খবর গেল কিছুদিন ধরেই শোনা যাচ্ছিলো। অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন চলতি বছরই হলিউডের একটি ছবিতে অভিনয় করবেন।
‘ব্যাং ব্যাং’ ছবিতে টম ক্রুজের জুতো পায়ে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন ঋত্বিক। তবে নিজস্ব ঢং আর অভিনয় গুণে সেই ছবিকে ষোল আনা ভারতীয় করে তুলেছিলেন তিনি। এর মাধ্যমে আরেক বার প্রমাণ হয় যে, বলিউড থেকে কেবল ঋত্বিক হলিউডে যাওয়ার যোগ্য। কারণ এই ছবিতে তিনি এমন সব অ্যাকশন দৃশ্যে অভিনয় করেন, যা এতদিন শুধু হলিউডেই সম্ভব ছিলো।
এদিকে গেল বছরের শেষ দিকে হলিউডি ছবি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ এর পরিচালকের সঙ্গে কাজ করার বিষয়ে কথা হয়েছিলো ঋত্বিক। কোহেনের সঙ্গে তার বন্ধুতা বাড়িয়েছিল দর্শকদের জল্পনা।এমন কি দুজনকে একসঙ্গে ডিনারও করতে দেখা গিয়েছিল। কিন্তু কোন এক অজানা কারণে তা আর সম্ভব হয়নি। তবে এবার যে হলিউডের ছবিতে কাজ করতে যাচ্ছেন তা নিজ মুখেই স্বীকার করেছেন ঋত্বিক।


Post a Comment

Disqus