বর্তমান বার্তা ডট কম / ২৯ এপ্রিল ২০১৫ / হোশিয়ারী শ্রমিক শাওন (৮) অপহরন মামলায় ৫ অপহরনকারিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে ফতুল্লা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ অপহরনকারিকে গ্রেপ্তারসহ অপহৃত হোশিয়ারীকর্মী শাওনকে উদ্ধার করে পুলিশ। যার মামলা নং- ৩৫(৪)১৫। জানা গেছে, বন্দর থানার রুপালী আবাসিক এলাকার পারভেজ মিয়ার সাথে ফতুল্লা থানার দেওভোগ বেপারীপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে আরাফাত (১৮) ও গলাচিপা এলাকার হারুন সরদারের ছেলে সাদ্দাম (১৯) এর সাথে টাকা পয়সা লেনদেনের বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত সোমবার দুপুরে অপহরনকারি আরাফাত ও সাদ্দামসহ দেওভোগ বেপারীপাড়া এলাকার তোফাজ্জল মিয়ার ছেলে রাকিব (১৮), গলাচিপা এলাকার আবু বক্কর সিদ্দিক মিয়ার ছেলে আব্দুল কাদির (১৮) ও মুন্সিগঞ্জ জেলার টুঙ্গীবাড়ী থানার কলমা এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় (২১)সহ বেশ কয়েক অপহরনকারি মিলে বন্দর থানার রুপালী আবাসিক এলাকায় এসে হোশিয়ারী মালিক পারভেজের ভাগ্নিা শাওনকে জোর পূর্বক রুপালী আবাসিক এলাকা থেকে তুলে নিয়ে অপহরন করে ফতুল্লা থানার বিসিক এলাকায় আটক রাখে। এ ঘটনায় হোশিয়ারী মালিক পারভেজ মিয়া বাদী হয়ে বন্দর থানায় অপহরন মামলা দায়ের করলে বন্দর থানার এসআই তালেবসহ তার সঙ্গীয় র্ফোস গত মঙ্গলবার ফতুল্লা থানার বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শাওনকে উদ্ধার সহ উল্লেখিত ৫ অপহরনকারিকে গ্রেপ্তার করে। এ রির্পোট লেখা পর্যন্ত ধৃত ৫ অপহরনকারিকে উক্ত মামলায় আদালতে প্রেরনসহ ভিকটিম শাওনকে ২২ ধারায় গতকাল বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

Post a Comment

Disqus