বর্তমান বার্তা ডট কম / ৩০ এপ্রিল ২০১৫ / সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ মাঠে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় উম্মুক্ত বাজেট সভা ।  বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুব হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে ২০১৫-১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করা হয় এবং উপস্থিত লোকজনের অংংশগ্রহনে বাজেটের উপর উম্মুক্ত আলোচনা করা হয় ।  এবার ২১ হাজার টাকার আগত তহবিল সহ মোট ১ কোটি পনের লাখ আষট্টি হাজার পাঁচশত এক টাকা আয় যার বিপরিতে ১ কোটি পনের লাখ সাতান্ন হাজার একশত একাত্তুর হাজার টাকা ব্যায় নির্ধারন করে ১১ হাজার ৩শ টাকা উদ্ধৃত্ত্ব রেখে প্রস্তাবিত বাজেট পেশ করা হয় । অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা প্যানেল চেয়ারম্যান শাহআলম রুপন বলেন সোনারগাঁয়ে এই প্রথম ইউনিয়ন ভিত্তিক উম্মুক্ত বাজেট সভা অন্যান্য ইউনিয়ন পরিষদ গুলোকে অনুপ্রানিত করবে । জনগনের প্রতক্ষ অংশগ্রহনে উন্নয়নের ¯্রােতধারা বেগবান হবে । এসময় অন্যান্যদের মধ্যে উস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাছিমা আক্তার , ইউডিও মোঃ জাহিদুল ইসলাম প্রনবেশ ঘরামী সিনিয়র উপজেলা ম্যানেজার ব্রাক ওয়াশ,সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রিন্সেস হাফেজা জামাল হেলালী, দিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, বৈদ্যেরবাজার ইউনিয়নের মেম্বার আমির হোসেন ,আবুল হোসেন, মজিবুর রহমান, দেলোয়ার হোসেন, শাহজালাল, মজিবুর, রুপচান, মহিলা মেম্বার সুরাইয়া, আছমা, জাহানারা, ইউনিয়ন পরিষদেও সচিব মোঃ আবুসাঈদ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।



Post a Comment

Disqus