বর্তমান বার্তা ডট কম / ০৩ এপ্রিল ২০১৫ /  
এই প্রথম বলিউডের কোন সিনেমার শুটিং 
করা হল মাদাম তুসো জাদুঘরে। এর আগে কাউকেই অনুমতি 
দেওয়া হয়নি এখানে শুট করার। শাহরুখ সেটি করে দেখালেন
 এবং আবারও প্রমাণ করলেন তিনি ‘কিং খান’।
দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে-এর পর আরও 
একবার ইতিহাসের পাতায় তিনি। তার পরবর্তি সিনেমা 
ফ্যান শুট হয়েছে লন্ডনের বিখ্যাত জাদুঘর ‘মাদাম 
তুসোয়’।
বলিউডের পাতায় পাতায় শাহরুখের জয় গাঁথা। বলিউড 
বাদশাহ মানেই যেনো নতুন কোনো চমক আর ইতিহাসের 
হাতছানি। এক্ষেত্রে তার জুড়ি মেলা ভার।
সম্প্রতি এমন কথাই ট্যুইটারের মাধ্যমে জানিয়েছেন 
শাহরুখ। তিনি লিখেছেন, ‘আমি খুব লাকি। আমার সিনেমা 
ফ্যান প্রথম শুট হয়েছে লন্ডের বিখ্যাত মিউজিয়াম 
মাদাম তুসোয়।’
পরিচালক মহেশ শর্মার পরিচালিত, ফ্যান-এ শাহরুখকে 
এক ১৭ বছরের কলেজ স্টুডেন্টের ভূমিকায় দেখা যাবে। এই
 ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে 
ইলিয়ানা ডি ক্রুজ। ঈদে পর্দা জুড়ে আসতে চলেছে এই 
সিনেমাটি।