বর্তমান বার্তা ডট কম / ০৮ এপ্রিল ২০১৫ / । স্বামী-সংসার নিয়ে অস্ট্রেলিয়াতে তার এখন বছরের অনেকটা সময় কেটে যায়। তারপরও বেশকিছু সময় দেশে থাকলেও প্রিয় সিনেমা জগৎ থেকে এখন অনেকটাই দূরে। কয়েক মাস হলো তিনি ঢাকায়। কথা হলো তার সঙ্গেৃ
অনেক দিন বড় পর্দায় নেই, এবার কি ভক্তদের জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন?
অভিনয়ের সঙ্গে সম্পর্ক যুগ যুগ ধরে। ভক্তদের ভালোবাসা পেয়েছি অজস্র। তাদের ভালোবাসাতেই আমি আজকের শাবনূর। এ কারণে সহজেই সম্পর্ক ছিন্ন করতে চাই না। ঘর-সংসার আর প্রবাস জীবনের কারণে অনেকটা সময় চলচ্চিত্র থেকে দূরে থেকেছি। আশা আছে, খুব শিগগিরই দর্শকদের সামনে আসব। তবে সময়টা এখনই নিশ্চিত করতে পারছি না। হয়তো যে কোনো দিন ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাব।
চলচ্চিত্র নিয়ে নতুন কোনো ভাবনা আছে কি?
অভিনয় তো অনেকদিন করলাম, এবার নির্মাতা হিসেবে আত্মপ্রকাশের স্বপ্ন দেখছি। এজন্য এক রকম প্রস্তুতিও নিয়েছি। কোনো একটা শুভদিন দেখে চলচ্চিত্র নির্মাণের কাজে হাত দেব। কতটা সফল হবো জানি না, কিন্তু এটা বলতে পারি, অভিনয়ে যতটা মনোযোগ ও ভালোবাসা দিয়ে কাজ করেছি, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।
শুনলাম, অভিনয়ের স্কুল খুলছেন?
আজকাল এ রকম অনেক খবরই শোনা যায়। এসবের বেশিভাগই বানোয়াট। ভবিষ্যতে কী করব তা এখনও স্থির করিনি। আপাতত এটুকু বলতে পারি, অভিনয়ের স্কুল খোলার মতো সময়-সুযোগ কোনোটাই নেই।
গুজব উপভোগ করেন?
মাঝেমধ্যে গুজব শুনতে ভালোই লাগে। কিন্তু গুজব তো গুজবই। সত্য ঘটনাগুলো প্রকাশ পাবেথ এটাই আমি কামনা করি। আমার অভিনয় গুরু পরিচালক এহতেশাম বলতেন, ‘তোমাকে নিয়ে যখন লোকজন বেশি বেশি ভাববে, তখনই নতুন নতুন গুজব তৈরি হবে। এজন্য গুজব উপভোগ করবে, কিন্তু বিশ্বাস করবে না।’ এখনও কিছু কিছু গুজব কানে আসে। তখন মনে হয়, আমি এখনও ফুরিয়ে যাইনি।
আবার কি অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর ইচ্ছা আছে?
অস্ট্রেলিয়ায় যাওয়া অনেকটা রুটিন বিষয় হয়ে গেছে। কেননা, পেশাদারী প্রয়োজনে আমার স্বামী অনিক সেখানেই থাকেন। ভাইবোনরাও সেখানে পড়াশোনা করছে। পরিবারের অন্যরাও এখন সেদেশের নাগরিকত্ব পেয়েছে। এজন্যই অনেকটা সময় ভিনদেশে কাটাতে হয়। আবার যখন শুনবেন, অস্ট্রেলিয়ায় যাচ্ছি, খবরটা সত্য বলেই ধরে নেবেন।
কাজের কোনো চাপ নেই। সময় কাটে কীভাবে?
অতি আদরের খেলনা আইজানকে নিয়েই কাটে দিনের বেশিরভাগ সময়। সন্তানের কাছে আমি শ্রেষ্ঠ মা হতে চাই। এজন্য তারকাখ্যাতিকেও বিসর্জন দিতে রাজি আছি।
|

Post a Comment
Facebook Disqus