দীপক সূত্র ধর / বতর্মান বারতা ডট কম/ ৭এপ্রিল ২০১৫/ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুরমডেল সরকারিপ্রাথমিক বিদ্যালয়েরশিক্ষাথীদের  পরিচয় পত্র বিতরণ গতকাল মঙ্গলবার দুপুরে। এসময় উপস্থিত ছিলেন ভট্টপুরমডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদ কমিটির সভাপতি আবু নাইম ইকবাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান, কবির মাষ্টার প্রমুখ।
তথ্য প্রযুক্তির কারণে উন্নত দেশের  সাথে তালমিলিয়ে ভট্টপুরমডেলসরকারি প্রাথমিকবিদ্যালয়ে  পরিচয়পশিক্ষাথীদের  ডাটাবেজতৈরী করারকাজটা মঙ্গলবারশেষ হয়েছেমাচ মাস থেকে  শিক্ষাথীদে ডাটাবেজের কাজ শুরু হয়ে ৭এপ্রিল মঙ্গলবার শিক্ষাথীদের হাতে পরিচয় পত্র তুলে দেন। পরিচয় পত্রে প্রতিটি শিক্ষাথীদের রক্তের গ্রুপ  লিখে দেওয়া হয়েছে। ৫ম শ্রেনীর ছাত্র ফাহিম জানান, আমার পরিচয়পত্রটি পেয়ে আমি অনেক খুশি হয়েছি কিন্তু পরিচয়পত্রের বিনিময় প্রত্যেকেএকশত টাকা স্কুলে দিতে হবে, এই টাকাটা সবার পক্ষে সম্বব না।
ভট্টপুরমডেলসরকারি প্রাথমিকবিদ্যালয়ের শিক্ষাথীদের  পরিচয় পত্রভট্টপুরমডেলসরকারি প্রাথমিকবিদ্যালয়ের শিক্ষাথীদের  পরিচয় পত্র

Post a Comment

Disqus