আহ্মেদ শাওন /বর্তমান বার্তা ডট কম / ২৭ এপ্রিল ২০১৫ /   নারায়নগঞ্জ সোনারগাঁয়ের কাঁচপুর থেকে অপহৃত শিশু মোরশেদ(০৬) কে উদ্ধার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গত ২
১ তারিখে অপহরনকারীরা গাজিপুর জেলার টুঙ্গি থানার সরকাবাড়ী রোড আরিচপুর বউবাজার এলাকা থেকে মোরশেদকে অপহরন করে নিয়ে আসে।  এরপর থেকে অপহরনকারীরা শিশুটির পিতা মোশারফের নিকট মোবাইলে কল দিয়ে মুক্তিপন বাবদ ৫০ হাজার টাকা দাবি করে বলেন, জেলার  সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় টাকাটি নিয়ে আসার জন্য। এ ঘটনায় তিনি ওই দিনই গাজিপুর জেলার টঙ্গি থানায় একটি জিডি করে নারায়ণগঞ্জস্থ র‌্যাব ১১ এর দ্বারস্থ হন। এরপর র‌্যাবের একটি আভিযানিক দল এএসপি মোঃ আলেপ উদ্দিন এর নেতৃতে টানা ৪ দিন তদন্ত করে অপহরনকারীদের অবস্থান নিশ্চিত হয়ে সোনাগঁয়ের কাঁচপুরে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরনকারীরা অপহৃত শিশু মোরশেদকে সিনহা গার্মেন্স এর সামনের রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। অপহৃত মোরশেদ কুমিল্লা জেলার লাকসাম থানার বাউপুর গ্রামের মোশাররফের ছেলে। সে তার পিতার সাথে গাজিপুর জেলার টুঙ্গি থানার সরকাবাড়ী রোড আরিচপুর বউবাজার এলাকায় থাকত। উদ্ধারের পর শিশুটিকে তার বাবার কাছে টঙ্গী থানার জিডি নং ১১৪৮ মূলে বুঝিয়ে দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাবের এএসপি মোঃ আলেপ উদ্দিন জানান, উদ্ধারের পর শিশুিিটকে অপহরণকারীদের বর্ণনা দিলে  ও এদের মধ্যে ইলিযাস নামে একজেনের ছবি দেখালে শিশুটি তাকে সনাক্ত করে। শিশুটি আরও জানায় এসময় ইলিয়াসের সাথে জেলার বন্দর থানার মদনপুর এলাকার রুবেল নামে আরো একজন লোক ছিল। অপহরনকারী ইলিযাস কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মাটির দেও গ্রামের আলফুর ছেলে।


Post a Comment

Disqus