জানা যায়, ১৯৯৫-৯৬ সালে এলজিইডি’র তত্ত্বাবধানে এ স্কুল ভবনটি নির্মাণ করা হয়। গত শনিবারের ভূমিকম্পে ভবনটির ছাদের আস্তরে ফাটলের সূত্রপাত ঘটে। এরপর রোববার সকালে আকষ্মিকভাবে ছাদ থেকে আস্তর ভেঙ্গে পড়তে থাকলে শিক্ষার্থীদের বাইরে বের করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার জানান, শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি বিষয়ে পরীক্ষা চলাকালিন সময়ে ঘটনাটি ঘটায় বাধ্য হয়েই খোলা আকাশের নিচে পরীক্ষা নিতে হচ্ছে।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞা বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় তা সিলগালা করে দেয়া হয়েছে। অবিলম্বে এটি ভেঙ্গে নতুন ভবন নির্মাণ করা হবে। তবে সাময়িকভাবে ক্লাশ চালানোর জন্য একটি দো-চালা টিনের ঘর নির্মাণের নির্দেশ দেয়া হয়েছে।

Post a Comment
Facebook Disqus