আহ্মেদ শাওন /বর্তমান বার্তা ডট কম / ২৭ এপ্রিল ২০১৫ / নারায়ণগঞ্জে সোনারগাঁ ক্যারামবোর্ড খেলাকে কেন্দ্র করে আকাশ (১৮) নামে এক যুবককে ঘাড়ে লাথি মেরে হত্যা করেছে সাইফুল নামে স্থানীয় এক সন্ত্রাসী। রোববার দুপুরে জেলার সোনারগাঁ উপজেলার উত্তর কাঁচপুর জেলেপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে র্যাব-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত আকাশ উত্তর কাঁচপুর জেলেপাড়া এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে ও ঘাতক সাইফুল পার্শ্ববর্তী রিফুইজীপাড়া গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে। এ ঘটনার পর এলাকাবাসী সন্ত্রাসী সাইফুলকে আটক করে পাশের একটি গাছে বেধে রেখে পুলিশের কাছে সোপর্দ করে।
সোনারগাঁ
থানার পরিদর্শক (ওসি) মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্যার ঘটনায় আইনহত ব্যবস্থা পক্রীয়াধীন রয়েছে।

Post a Comment
Facebook Disqus