বর্তমান বার্তা ডট কম / ২৩ মে ২০১৫ / গতকাল শনিবার যথাযথ র্ধমীয় ভাবগাম্ভির্য পরিবেশে বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা সাংবাদিক আতাউর রহমানের বাবা পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল শাহ সূফি মুনশী ফজর আলী কাদরী ওয়াল চিশতির দ্বিতীয় ওফাত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে  নারায়ণগঞ্জের বন্দরের দেউলী চৌরাপাড়ার নিজ বাড়িতে  মিলাদ মাহফিল এবং বন্দরের মদনগঞ্জ শান্তিনগর কাদরিয়া দরবার শরীফের মাজার প্রাঙ্গণে কোরআন খানী , যিকির আযকার, আলোচনা সভা ও ভক্তিমূলক বাউল সংগীতের আয়োজন করা হয়।  এতে প্রধান অতিথি ছিলেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সল মোহাম্মদ সাগর। উদ্বোধন করেন পীরজাদা রব চিশতি , সভাপতিত্ব করেন ওরশ কমিটির আহবায়ক ও শান্তিনগর গাউসুল আযম জামে মসজিদ পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী কফিলউদ্দিন। ওয়াজ ও দোয়া পরিচালনা করেন মাওলানা  বদরুল আলম আল কাদরী, মাওলানা রবিউল আউয়াল , মাওলানা নোমান কাদরী প্রমুখ। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক ইয়াদী মাহমুদ, সাংবাদিক নাসিরউদ্দিন, কাজিমউদ্দিন , এস এম শাহীন, জি,এম সুমন, ফটো সাংবাদিক আমির হোসেন ও মোহাম্মদ রিপন প্রমুখ।


Post a Comment

Disqus