বর্তমান বার্তা ডট কম / ২৩ মে ২০১৫ / নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আয়োজনে হত দরিদ্রের বিনামূল্যে চিকিৎসা সেবার জন্য ২’শ নারী ও পুরুষকে চিকিৎসা রেড কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় বন্দর বাস স্ট্যান্ড এলাকায় আরবান প্রাইমারী হেলথ কেয়ার কার্যালয়ে চিকিৎসা রেড কার্ড বিতরন করা হয়। রেড র্কাড বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভি। ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলার ফয়সাল মোহাম্মদ সাগর, ২০ নং ওয়ার্ড কাউন্সিলার মোহাম্মদ হোসেন, ২২ নং ওয়ার্ড কাউন্সিলার সুলতান আহমেদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলার রেদওয়ানা হক সুমী, আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিস ডেলেভারী প্রকল্পের কর্মকর্তা মীর নাসিরুল আলম ও আমেনা খাতুন ও ডাঃ অপু প্রমুখ। হত দরিদ্র নারী পুরুষ চিকিৎসা হেলথ রেড কার্ড মেয়র হাত থেকে গ্রহণ করেন।
নাসিকের উদ্যোগে বন্দরে ২’শ হত দরিদ্রদের মাঝে চিকিৎসা রেডর্কাড বিতরণ
বর্তমান বার্তা ডট কম / ২৩ মে ২০১৫ / নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আয়োজনে হত দরিদ্রের বিনামূল্যে চিকিৎসা সেবার জন্য ২’শ নারী ও পুরুষকে চিকিৎসা রেড কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় বন্দর বাস স্ট্যান্ড এলাকায় আরবান প্রাইমারী হেলথ কেয়ার কার্যালয়ে চিকিৎসা রেড কার্ড বিতরন করা হয়। রেড র্কাড বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভি। ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলার ফয়সাল মোহাম্মদ সাগর, ২০ নং ওয়ার্ড কাউন্সিলার মোহাম্মদ হোসেন, ২২ নং ওয়ার্ড কাউন্সিলার সুলতান আহমেদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলার রেদওয়ানা হক সুমী, আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিস ডেলেভারী প্রকল্পের কর্মকর্তা মীর নাসিরুল আলম ও আমেনা খাতুন ও ডাঃ অপু প্রমুখ। হত দরিদ্র নারী পুরুষ চিকিৎসা হেলথ রেড কার্ড মেয়র হাত থেকে গ্রহণ করেন।

Post a Comment
Facebook Disqus