বর্তমান বর্তিা ডট কম / ২৩ মে ২০১৫/  নারায়ণগঞ্জের -৩ (সোনারগাঁ) আসনেরএমপি লিয়াকত হোসেন খোকা বলেছেন, বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারীর ১২৫ তম তিরোধান উৎসব উপলক্ষে আশ্রম এলাকায় কোনো মাদক, জুয়ার আসরসহ নিষিদ্ধ কোন কিছু করার চিন্তা করলে সে, যেই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না । সোনারগাঁ থানা প্রশসনের আয়োজিত এক মতবিনিময় সভার প্রধান অতিথি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমার সোনারগাঁয়ে কোনো মাদক ব্যবসায়ী ও সেবনকারী থাকবেনা , যারা সেবন করেন তাদের পরিবারদের আহবান জানান নেশা আসক্ত সন্তানদের চিকিৎসা করার ব্যবস্তা এমপি নিজে করবেন এবং যত টাকা চিকিৎসার জন্য খরচ হবে সব খরচই তিনি দিবেন। তিনি বলেন সংসারর মধ্যে একজন নেশাগ্রহস্ত হলে সেই সংসারটি চিরতরে ধবংস হয়ে যাবে।তিরোধান উৎসব উপলক্ষে আশ্রমে বিদ্যুৎ ২৪ ঘন্টা থাকার সু-ব্যবস্থা রাখবেন। এসময় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড.খঃ খন্দকার মহিদ উদ্দিন ,অতিরিক্তি পুলিশ সুপার মোঃ মোখলেছুর রহমান, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) একে এম জহিরুল ইসলাম, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভ’ঁঞা, উপজেলা প্যানেল চেয়ারম্যান শাহ আলম রূপন,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভ’ঁইয়া,সাধারাণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোঃ মঞ্জুর কাদের , বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক ,সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ বুদ্দিন সাবু,নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু, উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহব্বায়ক ফজলুল হক মাষ্টার, প্রচার সম্পাদক মোঃ শহিদ, জাতীয় পার্টির নেতা রফিক মেম্বার , আয়ুব আলী মেম্বার, ফরিদ, গতকাল শনিবার দুপুরে বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারীর ১২৫ তম তিরোধান উৎসব উপলক্ষে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন আশ্রম কমিটির সাধারণ সম্পাদক শংকর কুমার দে।


Post a Comment

Disqus