বর্তমান বার্তা ডট কম / ২৯ মে ২০১৫ / বন্দর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্দর প্রেসক্লাব মিলনায়তনে একটানা ভোট গ্রহন করা হয়। নির্বাচন শেষে সভাপতি পদে কমল খান (নারায়ণগঞ্জের আলো) ও সাধারণ সম্পাদক পদে কাজিম আহাম্মেদ (মাইটিভি) বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে জি এম মাসুদ (জনকন্ঠ) ২ ভোট এবং সাধারন সম্পাদক পদে মহিউদ্দিন সিদ্দিকী (নয়াদিগন্ত) ৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়া অন্যান্য পদে ৭ জন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন সহ সভাপতি এস এম শাহীন (দৈনিক সচেতন), সহ সাধারণ সম্পাদক পদে নাসির উদ্দিন (দৈনিক মানবকন্ঠ), অর্থ সম্পাদক ইমরান মৃধা (শীতলক্ষা), সাংগঠনিক সম্পদক আমির হোসেন (দৈনিক সোজা সাপটা), প্রচার ও দপ্তর সম্পদক সন্তোষ রায় ( কিশোর ভূবন)। নির্বাহী সদস্য পদে শহীদুজ্জামান ফিরোজ (আমাদের সময়) ও নুরুজ্জামান মোল¬া (মানবজমিন)। নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ডান্ডিবার্তার সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের স্টাফ রির্পোটার আলহাজ্ব হাবিবুর রহমান বাদল, নির্বাচন কমিশনার দৈনিক নারায়ণগঞ্জের আলোর প্রকাশক ও যুগান্তর প্রতিনিধি রাজু আহাম্মেদ ও নিউজ নারায়ণগঞ্জ২৪ ডট কম এর এডিটর ইন চীফ শাহজাহান শামীম। নির্বাচনে সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের বিদায়ী সাধারন সম্পাদক কবির হোসেন। সার্বিক সহযোগীতায় ছিলেন বন্দর প্রেসক্লাবের বিদায়ী সভাপতি এড. শাহ আলী মো. পিন্টু খান।

Post a Comment

Disqus