বর্তমান বার্তা ডট কম / ২৯ মে ২০১৫ / সোনারগাঁয়ে আওয়ামীলীগসহ বিভিন্ন দল থেকে প্রায় শতাধিক নেতা কর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার রাতে মোগরাপাড়া চৌরাস্তায় আইয়ুব প্লাজার ৪র্থ তলা জাতীয় পার্টির কার্যালয়ে, সোনারগাঁ উপজেলা যুবলীগ সদস্য মাসুম চৌধুরী সমন্বয় মামুন আহম্মেদের নেতৃত্বে সোনারগাঁ (নারায়নগঞ্জÑ৩) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার হাতে ফুলের তোড়া দিয়ে মামুন, তাওলাদ হোসেন, জজমিয়া, আমির হোসেন ,আলমগীর, আক্তার হোসেন , ইউনূস আলী , ওসমান মিয়া , শাহিন, সেলিম , শাহ আলম ,তোতা, বাবুল সহ প্রায় শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করন। এসময় সাংসদ খোকা বলেন, আমার কর্মী হবেন যারা তারা সোনারগাঁয়ের প্রতিটি ঘরে ঘরে গিয়ে খবর নিবেন কে কি আবস্থায় আছে, কোন ছাত্রটি অর্থের অভাবে লেখা পড়া করতে পারছেনা, তাদের জন্য লেখাপড়ার ব্যবস্থা করে দিবেন এমন লোক আমার সঙ্গে থাকবেন। তিনি যোগদানকালে নব নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন , আমার নেতাকর্মীদের দ্বারা যেন কোনো লোক কষ্ট না পায় সে দিকে সু-দৃষ্টি রাকবেন।
জাতীয় পার্টির নব নেতা মাসুম চৌধুরী বলেন, আমি আমার জীবনে (সোনারগাঁয়ে) বহু নেতা-এমপি দেখেছি ,যারা সমাজের জন্য কিছু না করে নিজেদের জন্য লুটপাটে সর্বক্ষন ব্যস্তথাকে। আমি এই প্রথম নেতা দেখলাম যে,সমাজের সাধারণ মানুষের জন্য কিছু করার জন্য ৪৬৬টি গ্রামে ঘুড়ে বেড়াচ্ছেন, সে হচ্ছেন এম পি লিয়াকত হোসেন খোকা।
এসময় উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবু নাঈম ইকবাল,যুবলীগ সদস্য জাহিদুল ইসলাম স্বপন,জামান, আরিফ প্রমুখ।

Post a Comment
Facebook Disqus