
বর্তমান বার্তা ডট কম / ২৯ মে ২০১৫ / নারায়ণগঞ্জের বন্দরে পৃথক ২টি ধর্ষণের ঘটনায় এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। দু’টি ঘটনাতেই বৃহস্পতিবার রাতে ও গতকাল শুক্রবার থানায় মামলা হয়েছে। একটি ঘটনায় প্রাইভেট শিক্ষক কর্তৃক ছাত্রী এবং অপর ঘটনায় হোসিয়ারি মালিক কর্তৃক শ্রমিক ধর্ষিত হয়েছে। পুলিশ হোসিয়ারি মালিক দিলীক চাঁনকে (৪৫) গ্রেফতার করেছে। বন্দর থানার ওসি নজরুল ইসলাম বলেন, গত ১৬ মে রাতে উপজেলার কলাগাছিয়ার মোহনপুর এলাকার আলতাফ মিয়া ৯ম শ্রেনীতে পড়–য়া মেয়ে (১৫) একই এলাকার শাকিলের বাসায় প্রাইভেট পড়তে যায়। ওই সময় শাকিল ছাত্রীকে ধর্ষণ করে। এতদিন ঘটনাটি স্থানীয়রা বিচার শালিশের মাধ্যমে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে বৃহস্পতিবার রাতে ধর্ষিতার বাবা আলতাফ হোসেন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। শুক্রবার সকালে ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা প্রাথমিক ভাবে ধর্ষণের আলামত পেয়েছে বলে ওসি জানান। ধর্ষক শাকিল মোহনপুরের মিলন মিয়ার ছেলে। অপর দিকে বন্দরের লাঙ্গলবন্দের পিচকামতাল এলাকায় হোসিয়ারি মালিক দিলীক চাঁন তার হোসিয়ারির এক ষোড়শী শ্রমিককে বিয়ের প্রলোভন দেখিয়ে গত এক বছর যাবৎ মেলামেশা করে আসছে। এতে ওই শ্রমিক ৫ মাসের অন্তঃস্বত্তা হয়ে পড়ে। দিলীককে বিয়ের জন্য চাপ দিলে দিলীক বেঁকে বসে। বৃহস্পতিবার এ ব্যাপারে স্থানীয় ভাবে একটি শালিস বৈঠকে দিলীকের বন্ধু আবদুল মতিন শ্রমিকের বাবা ইব্রাহিমকে ৫০ হাজার টাকা নিয়ে ঘটনাটি আপোষের জন্য বললে কিশোরীর বাবা তাতে রাজী না হয়ে থানায় মামলা দায়ের করে। পুলিশ দিলীককে গ্রেফতার করেছে।
Post a Comment
Facebook Disqus