বর্তমান বার্তা ডট কম / ৩১ মে ২০১৫ / জিয়াউর রহমান ডালিম (৩২) নামে এক নাচের শিক্ষক নিখোঁজ হয়েছে। গত ১৫মে রাত ১০টায় বন্দর থানার কুড়িপাড়া এলাকার চাঁপাতলি নিজ বাড়ী থেকে বের হয়ে আর বাড়ীতে ফিরেনি। বহু খুঁজাখুজি করে না পেয়ে ঘটনার ১৬ দিন পর ডালিম মিয়ার স্ত্রী সীমা আক্তার বাদী হয়ে গতকাল রোববার দুপুরে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী ( জিডি) করেন যার নং- ১৩৩২। নিখোঁজ জিয়াউর রহমান ডালিম বন্দর থানার চাপাতলি এলাকার মৃত কেরামত আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।
বন্দরে নাচের শিক্ষক নিখোঁজ
বর্তমান বার্তা ডট কম / ৩১ মে ২০১৫ / জিয়াউর রহমান ডালিম (৩২) নামে এক নাচের শিক্ষক নিখোঁজ হয়েছে। গত ১৫মে রাত ১০টায় বন্দর থানার কুড়িপাড়া এলাকার চাঁপাতলি নিজ বাড়ী থেকে বের হয়ে আর বাড়ীতে ফিরেনি। বহু খুঁজাখুজি করে না পেয়ে ঘটনার ১৬ দিন পর ডালিম মিয়ার স্ত্রী সীমা আক্তার বাদী হয়ে গতকাল রোববার দুপুরে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী ( জিডি) করেন যার নং- ১৩৩২। নিখোঁজ জিয়াউর রহমান ডালিম বন্দর থানার চাপাতলি এলাকার মৃত কেরামত আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।

Post a Comment
Facebook Disqus