বর্তমান বার্তা ডট কম / ৩১ মে ২০১৫ /
নাসিক ২০নং ওয়ার্ডের ১’শ ফুট রাস্তা ও ড্রেনেজ নির্মান কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ প্রেক্ষিতে গতকাল রোববার বেলা ১১টায় নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভি উক্ত কাজ পরিদর্শন করেছে। ড্রেনেজ নির্মান কাজের পরিদর্শন কালে এ সময় তার সাথে ছিলেন নাসিক ২০ নং ওয়ার্ড কাউন্সিলার মোহাম্মদ হোসেন, ২১ নং ওয়ার্ড কাউন্সিলার আলহাজ্ব হান্নান সরকার, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলার রেজওয়ানা হক সুমি, ব্যবসায়ী আলহাজ্ব আবু সুফিয়ান, আওয়ামীলীগ নেতা আমান উল্ল্যাহ আমানসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। ড্রেনেজ নির্মান কাজে পরিদর্শন কালে মেয়র আইভি, খান এন্ড সন্স প্রতিষ্ঠানে ঠিকাদার রিপনকে উদ্দ্যেশে করে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি টাকা পয়সা কামনোর জন্য মেয়র হইনি। আমি কোন অনিয়ম কাজের বরদাস করব না। রাস্তা ড্রেনেজ কাজে কোন অনিয়ম করলে ঠিকাদারী প্রতিষ্ঠানের টাকা আটকে দেওয়া হবে। এ ছাড়াও প্রতিটি কাজ পুনরায় পরিদর্শন করা হবে। প্রয়োজনে ড্রেনের স্লাব খুলে পুনরায় ইঞ্জিনিয়ার দিয়ে পরিক্ষা করা হবে। নি¤œমানের পাথর দিয়ে ড্রেনেজ কাজ করা হবে না। তিনি পাথর পরিবর্তন করে সাদা পাথর ব্যবহার করার জন্য র্নিদ্দেশ দেন।  

Post a Comment

Disqus