
জি এম সুমন / ১৭ মে ২০১৫ / বন্দরের হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী হরি মন্দিরের শিশু গণশিক্ষা কার্যালয়ের বাউন্ডারী গেইট ভেঙ্গে ফেলেছে দূর্বৃত্তরা। গত শনিবার তালা বন্ধ গেইটের দেয়ালের অংশ ভেঙ্গে গেইটটি খুলে ফেলায় মন্দির ও শিক্ষালয়টি বাউন্ডারী গেইট ভাঙ্গার করণে শিক্ষর্থীরা বাধার মুখে পরেছেন। এ ব্যাপারে মন্দির কর্তৃপক্ষ জানান, গেইট না থাকার করণে শিক্ষা প্রতিষ্ঠানটিতে যে কোনো সময় চুরির ঘটনা ঘটতে পারে । এলাকাবাসী জানান, কিছু বখাটে লোক প্রায় সময় এ মন্দিরে যাতায়ত করে থাকেন। মন্দির কর্তৃপক্ষ গেইটটি বন্ধ করে দেয়ায় বখাটেরা দেয়াল ভেঙ্গে গেইট খুলে ফেলে । এ ব্যপারে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের যুগ্ম মহা সচিব মানিক চন্দ্র সরকার বলেন, মন্দির একটি পবিত্র স্থান। সেই সাথে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রনালয়ের অধীনে মন্দিরে শিশু গণশিক্ষা কার্যক্রম চলে আসছে। মন্দিরের গেইট ভেঙ্গে অবৈধভাবে রাস্তা করায় এতে মন্দিরের পবিত্রতা নষ্টসহ মন্দিরের যে কোনো বড় ধরণের ক্ষতি হতে পারে। তাই মন্দিরের রক্ষায় মন্দির কর্তৃপক্ষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
Post a Comment
Facebook Disqus