জি এম সুমন / ১৭ মে ২০১৫ / কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, দেশের মানুষ শাস্তিতে নেই। দেশে হত্যা, গুম ও অপহরণের ঘটনা ঘটেই চলছে। এ ভাবে দেশ চলতে পারেনা। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দ্যেশ করে আরও বলেন দেশের শাস্তির জন্য বিএনপির সাথে আলোচনায় বসুন। আলোচনার মাধ্যমে দেশে শাস্তি ফিরিয়ে আনুন। সেই সাথে তিনি বেগম খালেদা জিয়াকে উদ্দ্যেশ করে বলেন, অবরোধ হরতার দিয়ে মানুষ হত্যা না করে আলোচনার মাধ্যমে বর্তমান সমস্যা সমাধানে আসুন। গতকাল রোববার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ বন্দরের কলাগাছিয়া সেনপাড়া মাঠে তাবু গেড়ে অবস্থান কর্মসূচি পালন কালে এ কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রী সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রী ছাত্র আন্দোলনের আহবায়ক রিফাদুল ইসলাম জিৎসহ দলীয় নেতৃবৃন্দ। অবস্থান কর্মসূচি অব্যাহত রেখে তিনি দুপুরে ঢাকার উদ্যোশ্যে চলে যান। সোমবার পুনরায় বন্দরের শাহী মসজিদ এলাকায় আবারও অবস্থান কর্মসূচি পালন করবে বলে দলীয় ষূত্রে জানা গেছে। 

Post a Comment

Disqus