বর্তমান বার্তা ডট কম / ০৪ মে ২০১৫ / ৫২এক্স জুমিং সুবিধা সমৃদ্ধ ক্যামেরা বাজারে আনার ঘোষণা দিলো জাপানের ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান রিকো। Pentax XG-1 মডেলের এ ক্যামেরায় থাকবে ১৬ মেগাপিক্সেল ১/২.৩ ইঞ্চি CMOS সেন্সর।

৫২এক্স অপটিক্যাল জুমিংয়ের ফলে পাওয়া যাবে 24-1248mm ফোকাল রেঞ্জ যা ৩৫মিলিমিটার সমমানের। ফলে লক্ষ্যবস্তুর খুব নিকটবর্তী অঞ্চলের ছবি তোলা যাবে সহজেই। এছাড়া এতে রাখা হবে ৪এক্স পর্যন্ত ডিজিটাল জুমিংয়ের ব্যবস্থা যা ২০৮এক্স পর্যন্ত বাড়ানো যাবে।
ক্যামেরার পেছন দিকে থাকবে ৪৬০কে ডট স্ক্রিন, যদিও ২০০কে ডট ইলেক্ট্রনিক ভিউফাইন্ডারও থাকছে। আর ফুল এইচডি ভিডিও রেকর্ডিং সুবিধাতো থাকবেই। ব্ল্যাক এন্ড হোয়াইট ফিল্টারসহ এতে রয়েছে আরও কিছু ডিজিটাল ফিল্টার।
বিল্ট-ইন ওয়াই ফাই সুবিধা না থাকলেও চাইলে এক্সটার্নাল ওয়াই ফাই কার্ড ব্যবহার করা যাবে। আগস্টের মাঝামাঝি সময় থেকে এটি বাজারে পাওয়া যাবে যার মূল্য হতে পারে প্রায় ৪২৮ মার্কিন ডলার।
Post a Comment
Facebook Disqus