বর্তমান বার্তা / ২২ মে ২০১৫ / নাসিক ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন বলেছেন, ধর্মীয় উপসনালয় ও জনকল্যাণ মূলক কাজে প্রয়াত এমপি নাসিম ওসমানের মতই আন্তরিক আন্তরিক বর্তমান এমপি আলহাজ্ব এ কে এম সেলিম ওসমান। এলাকার সামগ্রিক উন্নয়নে তাঁর ভুমিকা অত্যন্ত প্রসংশনীয়। তাছাড়া আমি এই এলাকার সন্তান আপনাদের সেবক হিসেবে সর্বদা পাশে ছিলাম আছি এবং থাকবো। এই এটা আমার জন্মভুমি, এই এলাকাকে আমি আমার মায়ের মত ভালবাসি। আমি যেন আমার নেতার মত সেবা দিয়ে মানুষের ভালবাসা অর্জন করতে পারি, আপনাদের কাছে সেই দোয়া ও সহযোগীতা কামনা করছি। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইসলামবাগ জামে মসজিদ সংলগ্ন নবীগঞ্জ ইসলামবাগ জামিয়া কোরআনিয়া মোহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা’র নতুন ভবনের নির্মাণ কাজের জন্য এমপির দেয়া সরকারি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা’র প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। মাদ্রাসার সুপারেন্টেন হাফেজ মাওলানা আব্দুল হান্নান টাকার চেক গ্রহন করেন। এ সময়  আফজাল প্রয়াত এমপি আলহাজ্ব নাসিম ওসমানের আত্মার মাগফেরাত ও আলহাজ্ব এ কে এম সেলিম ওসমানের সার্বিক সুস্থতা কামনা করেন।


Post a Comment

Disqus