katrina-kaif-227aবর্তমান বার্তা ডট কম / ২৩ মে ২০১৫/  চলচ্চিত্র জগতে সর্বশেষ ‘ব্যাঙ ব্যাঙ’ ছবির মাধ্যমে গত বছর ভাল সফলতা অর্জন করেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তার আগে ‘ধুম-৩’ ছবিতে আমিরের বিপরীতে অভিনয় করে ক্যারিয়ারের সর্বোচ্চ সাফল্য তুলে নেন এই অভিনেত্রী। কারণ এটি বলিউডের ইতিহাসের অন্যতম ব্যবসাসফল ছবিতে পরিণত হয়। এদিকে এই দুই ছবির পর রণবীরের সঙ্গে তার সম্পর্কের সংবাদই বেশি প্রকাশ হয়েছে গণমাধ্যমে।


যদিও বিষয়টি নিয়ে এখন ভাবছেন না তারা। তবে নতুন খবর হচ্ছে খোলামেলা লিভ টুগেদারের পর এবার খোলামেলা রূপে ক্যাটরিনাকে কোমর দোলাতে দেখা যাবে একটি নতুন আইটেম গানে। সম্প্রতি এই গানটির শুটিং শেষ করেছেন তিনি। এর আগে ‘শিলা কি জাওয়ানি’ এবং ‘চিকনি চামেলি’ শীর্ষক আইটেম গানের মাধ্যমে ব্যাপক সফলতা পেয়েছেন বলিউডের এই গ্ল্যামারাস গার্ল। এবার নিজের তিন নম্বর আইটেম গানের মাধ্যমে দর্শক হৃদয় জয় করতে আসছেন তিনি। এই গানটি স্থান পাবে ‘ফেনটম’ ছবিতে। কবীর খান পরিচালিত এই ছবিতে সাইফ আলী খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে দেখা যাবে কাটরিনাকে। এ ছবির কাজ এখন শেষের পথে। ছবির প্রচারণার জন্যই মূলত ক্যাটরিনার এই আইটেম গানটি করা হয়েছে।


ছবির বড় চমক হয়েই এই গানটি ধরা দেবে বলে মনে করছেন পরিচালক। ক্যাটরিনা নিজেও বেশ খুশি গানটি নিয়ে। এ বিষয়ে তিনি বলেন, ‘দীর্ঘদিন পর নতুন আইটেম গানে কাজ করলাম। এখানে সুপারহিট ক্যাটরিনাকেই আবিষ্কার করা যাবে। সবচেয়ে বড় বিষয় হলো পুরো গানটিতে নতুনত্ব খুঁজে পাওয়া যাবে। আশা করছি, নানা চমকে পরিপূর্ণ আমার এ আইটেম গানটি ভাল লাগবে সবার।’


Post a Comment

Disqus