বর্তমান বার্তা ডট কম / ০৯ মে ২০১০৫ /  ঢালিউডের আলোচিত নায়িকা ও মডেল নাজনীন আক্তার হ্যাপির সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক আইডি হ্যাক হয়েছে। কে বা কারা হ্যাক করেছে, তা এখনো নিশ্চিত নন হ্যাপি। তবে তিনি ধারণা করছেন, তার সাবেক প্রেমিক রুবেলই এ কাজটি করিয়েছেন।
কয়েক দিন ধরে হ্যাপি তার ফেসবুক পেজে রুবেলের বিয়ে এবং তাকে (হ্যাপি) খুন করার পরিকল্পনা নিয়ে কয়েকটি স্ট্যাটাস দেন। এর পাল্টা প্রতিশোধ হিসেবে রুবেল তার ফেসবুক আইডি হ্যাক করিয়েছেন বলে হ্যাপি কিছুক্ষণ আগে বিডি টুয়েন্টিফোর লাইভকে মুঠোফোনে এমনটাই জানিয়েছেন।
হ্যাপি আরও বলেন, আজ সন্ধ্যা ৬.২০ মিনিটে আমার ফেসবুক আইডিটা হ্যাক হয়েছে। আমার ধারণা, এটা রুবেলই করিয়েছে। কারণ রুবেলকে নিয়ে কয়েকটি স্ট্যাটাস দিয়েছি। এছাড়া ফেসবুকে আমার অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।
তিনি আরো বলেন, আমার ফেসবুকটি অনেক সেনসেটিভ, ফলোয়ার প্রায় ১ লাখ ২০ হাজারের কাছাকাছি, তাই সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে এখনই রাজধানীর মিরপুর থানায় সাধারণ ডায়েরি করতে যাচ্ছি।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর নাজনীন আক্তার হ্যাপি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে মিরপুর থানায় নারী নির্যাতন আইনে একটি মামলা করেন। তারপর এ ঘটনায় অনেক জল ঘোলার পরও এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি মামলাটি।
হ্যাপি তার সকল ফলোয়ার ও ভক্তদের উদ্দেশ্যে ফেসবুক থেকে কোন বিভ্রান্তিকর কিছু পোষ্ট হলে তা এড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।


Post a Comment

Disqus