
বর্তমান বার্তা ডট কম / ০৯ মে ২০১৫ / অ্যান্ট-ম্যানকে 'ক্যাপ্টেন আমেরিকাঃ সিভিল ওয়ার’ এ অভিনয় করতে দেখা যাবে। অনেক দিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মার্ভেল ঘোষণা দিয়েছে যে আসন্ন মুভিটিতে পল রুডের 'অ্যান্ট-ম্যান'কে দেখা যাবে।
অ্যান্ট-ম্যানকে অবশ্য তার পরবর্তী মুভির জন্য “সিভিল ওয়ার’ পর্যন্ত অপেক্ষা করতে হবে না কারন তার নিজস্ব একক মুভি আসছে আগামী জুলাই মাসে।
মার্ভেল 'সিভিল ওয়ার’ মুভির জন্য যাদের নাম প্রকাশ করেছে তারা হল - ক্রিস ইভান্স (ক্যাপ্টেন আমেরিকা), রবার্ট ডাউনি জুনিয়র (আয়রন ম্যান), চ্যাডউইক বোসম্যান (ব্ল্যাক প্যান্থার), স্কারলেট জোহানসন (ব্ল্যাক উইডো), সেবাস্টিয়ান স্ট্যান (দ্যা উইন্টার সোলজার), এন্থনি ম্যাকি (ফ্যাল্কন), জেরেমি রেনার (হকী), এলিজাবেথ ওলসেন (স্কারলেট উইচ), সম্প্রতি ঘোষণা করা নাম এমিলি ভ্যানক্যাম্প (শ্যারন কার্টার) এবং ফ্র্যাঙ্ক গ্রিলো (ক্রসবোন্স)। ডেনিয়েল ব্রুল ও মার্টিন ফ্রিম্যানের নামও মার্ভেল প্রকাশ করেছে। ডেনিয়েল ব্রুল মুভিটিতে ব্যারন জেমো চরিত্রে অভিনয় করবেন এবং ধারণা করা হচ্ছে ফ্রিম্যান একজন জিজ্ঞাসাবাদকের চরিত্রে অভিনয় করবেন।
এখন যাদের নাম বলা হবে তাদের নিয়ে আগে থেকে জানা ছিল না। কিন্তু তারা মুভিটিতে থাকবেন। পল বেটানি (দ্যা ভিশন), ডন চিডল (ওয়ার মেশিন), পল রুড (অ্যান্ট ম্যান) এবং উইলিয়াম হার্ট (জেনারেল থাড্ডিয়াস 'থান্ডারবোল্ট’ রস)।
'ক্যাপ্টেন আমেরিকাঃ সিভিল ওয়ার’ শুরু হচ্ছে সেখান থেকে যেখানে 'অ্যাভেঞ্জারসঃ এইজ অব আল্ট্রন’ শেষ হয়েছে। যেখানে ক্যাপ্টেন আমেরিকা একদল অ্যাভেঞ্জারকে নেতৃত্ব দিবেন মানবতা রক্ষার জন্য। সরকার সব সুপারহিরোদের তাদের চুক্তির আওতায় নিয়ে আসতে চায়। প্রবল রাজনৈতিক চাপে পড়ে যায় সুপারহিরোরা। এতে সুপারহিরোদের মধ্যে বিরোধ দেখা দেয়। বাইরের কোন শত্রু কি সুপারহিরোদের এই বিরোধিতার সুযোগ নেবে?
সবকিছু জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 'ক্যাপ্টেন আমেরিকাঃ সিভিল ওয়ার’ যখন ২০১৬ সালের ৬ই মে মুক্তি পাবে।
Post a Comment
Facebook Disqus