বর্তমান বার্তা ডট কম / ২৬ মে ২০১৫ / নারগাঁ ঃ নদী গর্ভে বাড়ী ঘর সর্বস্য বিলীন হওয়া প্রায় ৬০টি ভূমিহীন পরিবার সোনারগাঁ থানার চর রমজান সোনাউল্লাহ মৌজা  ইসলামপুর সরকারী খাসজমিতে মাথা গোজার ঠাই নেয়। সরকার ১৯৮৮-১৯৮৯ সনের অসহায় ভূমিহীনদের পুনবাসন প্রকল্পের আওতায় যার যার পজিশনে থাকার খাসজমিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শর্তসাপেক্ষে কবুলিয়ত দলিলের মাধ্যমে বন্ধবস্থ দেয়। ২০০৪ সনের দিয়ারা জরিপে নির্দিষ্ট দাগ ও খতিয়ান রেকর্ডভূক্ত হওয়ার পর কিছুদিন শান্তিতে চাষাবাদ ও বসবাস করে। গ্রামের প্রতিটি মানুষ নি¤œ আয়ের কর্মজীবী। দরিদ্র ও অসহায়ত্বের সুযোগে এলাকার কিছু প্রভাবশালী ভূমি দস্যুর এলাকায় অবস্তিত পার্শ্ববর্তী কোম্পানী মদিনা গ্রুপের কাছে জায়গাটি বিক্রি ও ভূমিহীনদের উচ্ছেদের পায়তারা শুরু করলে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  মাহফুজুর রহমান কালাম ভাইয়ের স্বরনাপন্ন হইলে আমাদের দুঃখ ও অসহায়ত্বের কথা বিবেচনা করে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যে যোগ-উপযোগী প্রদক্ষেপ নিয়েছেন এবং আজও পর্যন্ত রেখে চলেছেন তা আমাদের কাছে অবশ্যই কৃতজ্ঞতার সামিল। নারায়ণগঞ্জ-৩  সোনারগাঁ) আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা ভাই সোনারগাঁওয়ে এমপি হওয়ার পর আমাদের উপরে উল্লেখিত বিষয়গুলি অবহিত করলে পরে এমপি সাহেবের তাৎক্ষনিক বলিষ্ট ভূমিকায় নতুন করে প্রাণ ফিরে পায় ইসলামপুর গ্রামবাসী। এ জন্য ইসলামপুর গ্রামবাসী সাংসদ লিয়াকত হোসেন খোকা এবং মাহফুজুর রহমান কালামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Post a Comment

Disqus