বর্তমান বার্তা ডট কম / ২৬ মে ২০১৫ / নারগাঁ ঃ নদী গর্ভে বাড়ী ঘর সর্বস্য বিলীন হওয়া প্রায় ৬০টি ভূমিহীন পরিবার সোনারগাঁ থানার চর রমজান সোনাউল্লাহ মৌজা ইসলামপুর সরকারী খাসজমিতে মাথা গোজার ঠাই নেয়। সরকার ১৯৮৮-১৯৮৯ সনের অসহায় ভূমিহীনদের পুনবাসন প্রকল্পের আওতায় যার যার পজিশনে থাকার খাসজমিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শর্তসাপেক্ষে কবুলিয়ত দলিলের মাধ্যমে বন্ধবস্থ দেয়। ২০০৪ সনের দিয়ারা জরিপে নির্দিষ্ট দাগ ও খতিয়ান রেকর্ডভূক্ত হওয়ার পর কিছুদিন শান্তিতে চাষাবাদ ও বসবাস করে। গ্রামের প্রতিটি মানুষ নি¤œ আয়ের কর্মজীবী। দরিদ্র ও অসহায়ত্বের সুযোগে এলাকার কিছু প্রভাবশালী ভূমি দস্যুর এলাকায় অবস্তিত পার্শ্ববর্তী কোম্পানী মদিনা গ্রুপের কাছে জায়গাটি বিক্রি ও ভূমিহীনদের উচ্ছেদের পায়তারা শুরু করলে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ভাইয়ের স্বরনাপন্ন হইলে আমাদের দুঃখ ও অসহায়ত্বের কথা বিবেচনা করে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যে যোগ-উপযোগী প্রদক্ষেপ নিয়েছেন এবং আজও পর্যন্ত রেখে চলেছেন তা আমাদের কাছে অবশ্যই কৃতজ্ঞতার সামিল। নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ) আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা ভাই সোনারগাঁওয়ে এমপি হওয়ার পর আমাদের উপরে উল্লেখিত বিষয়গুলি অবহিত করলে পরে এমপি সাহেবের তাৎক্ষনিক বলিষ্ট ভূমিকায় নতুন করে প্রাণ ফিরে পায় ইসলামপুর গ্রামবাসী। এ জন্য ইসলামপুর গ্রামবাসী সাংসদ লিয়াকত হোসেন খোকা এবং মাহফুজুর রহমান কালামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভূমি দস্যুদের কবল থেকে মুক্ত অসহায় ইসলামপুর গ্রামবাসী সোনারগাঁয়ের এমপি লিয়াকত হোসেন খোকা এবং মাহফুজুর রহমান কালাম‘র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
বর্তমান বার্তা ডট কম / ২৬ মে ২০১৫ / নারগাঁ ঃ নদী গর্ভে বাড়ী ঘর সর্বস্য বিলীন হওয়া প্রায় ৬০টি ভূমিহীন পরিবার সোনারগাঁ থানার চর রমজান সোনাউল্লাহ মৌজা ইসলামপুর সরকারী খাসজমিতে মাথা গোজার ঠাই নেয়। সরকার ১৯৮৮-১৯৮৯ সনের অসহায় ভূমিহীনদের পুনবাসন প্রকল্পের আওতায় যার যার পজিশনে থাকার খাসজমিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শর্তসাপেক্ষে কবুলিয়ত দলিলের মাধ্যমে বন্ধবস্থ দেয়। ২০০৪ সনের দিয়ারা জরিপে নির্দিষ্ট দাগ ও খতিয়ান রেকর্ডভূক্ত হওয়ার পর কিছুদিন শান্তিতে চাষাবাদ ও বসবাস করে। গ্রামের প্রতিটি মানুষ নি¤œ আয়ের কর্মজীবী। দরিদ্র ও অসহায়ত্বের সুযোগে এলাকার কিছু প্রভাবশালী ভূমি দস্যুর এলাকায় অবস্তিত পার্শ্ববর্তী কোম্পানী মদিনা গ্রুপের কাছে জায়গাটি বিক্রি ও ভূমিহীনদের উচ্ছেদের পায়তারা শুরু করলে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ভাইয়ের স্বরনাপন্ন হইলে আমাদের দুঃখ ও অসহায়ত্বের কথা বিবেচনা করে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যে যোগ-উপযোগী প্রদক্ষেপ নিয়েছেন এবং আজও পর্যন্ত রেখে চলেছেন তা আমাদের কাছে অবশ্যই কৃতজ্ঞতার সামিল। নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ) আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা ভাই সোনারগাঁওয়ে এমপি হওয়ার পর আমাদের উপরে উল্লেখিত বিষয়গুলি অবহিত করলে পরে এমপি সাহেবের তাৎক্ষনিক বলিষ্ট ভূমিকায় নতুন করে প্রাণ ফিরে পায় ইসলামপুর গ্রামবাসী। এ জন্য ইসলামপুর গ্রামবাসী সাংসদ লিয়াকত হোসেন খোকা এবং মাহফুজুর রহমান কালামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Post a Comment
Facebook Disqus