বর্তমান বার্তা  ডট কম / ২৬ মে ২০১৫ / নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের এমপি লিয়াকত হোসেন খোকা বলেন আমি সব সময় সোনারগাঁবাসীর কাছে থেকে সেবা করে যেতে চাই। আল্লাহ পাক আমাকে সোনারগাঁয়ের মানুষের সেবা করার জন্য পাঠিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকালে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে ফুলদী .বাগের পাড়া. আলমদী রাস্তার চান্দের ভোলা গ্রামের নিকট খালের উপর সেতু নির্মাণ কাজের উদ্বোধন কালে প্রধান অতিথি এ কথা বলেন। সেতু নির্মাণ কাজের উদ্বোধন শেষে ওই এলাকার জন সাধারনে সঙ্গে এক মতবিনিময় সভা করেন। এসময় মতবিনিময় সভায় তিনি আরও বলেন আমি জনগনের বন্ধু তাই সমাজের ভাল লোকদের সঙ্গে নিয়ে এলাকার উন্ন্য়ন করতে চাই। আমার কাছে খারাপ লোকের ঠাই নাই। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার , আলহাজ্ব মোঃ তোফাজ্জল হোসেন, বারদী ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  সাইভার পার্টিও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুম, মোঃ রমজ্জান আলী, মজিবুর রহমান, অহিদ মিয়া, আমিনুল ইসলাম, ডাক্তার আবদুল রশীদ, হাজী মোঃ আনু, রফিক মেম্বার, মহিলা মেম্বার রোকসানা আক্তার, মরিয়ম আক্তার, জাতীয় ছাত্রসমাজের আহব্বায়ক ফজলুল হক মাষ্টার, মান্নান মেম্বারসহ বিভিন্ন নেতা-কর্মী।

Post a Comment

Disqus