বর্তমান বার্তা ডট কম / ১২ মে  ২০১৫ /  জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে হাসান (২৫) নামে এক সিএনজি চালককে
এলোপাথারী ভাবে কুপিয়ে জখম করেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টায় বন্দর থানার মদনগঞ্জস্থ তারা ভবনের সামনে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত সিএনজি চালক বাদী হয়ে বন্দর থানায় ৬ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত  অভিযোগ দায়ের করেছে। আহত সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে বন্দর থানার মদনগঞ্জ ইসলামপুর এলাকার হযরত আলী মিয়ার ছেলে সিএনজি চালক হাসান তার বড় বোন পিংকি বেগমের বাড়ীতে যাওয়ার সময় প্রতিপক্ষ একই থানার মদনগঞ্জ পিএম রোড এলাকার আলী নূর মিয়ার ছেলে নুরু মুহুরি ও তার ভাই খোকনের নেতৃত্বে উক্ত এলাকার তাজ মোহাম্মদ মিয়ার ছেলে মিরাজ ও তার স্ত্রী পরি বেগম,খোকন মিয়ার স্ত্রী ফাতেমা বেগম ও নুরু মুহুরির স্ত্রী হাওয়াসহ বেশ কয়েকজন মিলে আমাকে রাস্তা গতিরোধ করে ধারালো চাপাতি দিয়ে এলোপাথারী ভাবে কুপিয়ে আহত করে। ওই সময় হামলাকারিরা আমার গলা থেকে ১টি রুপার চেইন, নগদ ৪’শ টাকা ও ১টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে আমার ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে আমাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে প্রেরণ করে। আমি প্রাথমিক চিকিৎসা নিয়ে এ ব্যাপারে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। 


Post a Comment

Disqus