জি.এম  সুমন (G.M SUMON)  /বর্তমান বার্তা ডট কম / ১২ মে ২০১৫ /  বড় বোনের বাড়ী থেকে বের হয়ে ওসমান গনী ভূঁইয়া (৪২) নামে এক সাব রেজিষ্ট্রি অফিসের কর্মচারি নিখোঁজ
রয়েছে। গত সোমবার রাত ১০টায় বন্দর থানার একরামপুরস্থ বড় বোন আমিনা বেগমের বাড়ী থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। বহু খোজা খুজি করে না পেয়ে এ ব্যাপারে নিখোঁজ ওসমান গনীর স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে বন্দর থানায় একটি জিডি এন্ট্রি করেন যার জিডি নং- ৪৬৫ তাং- ১১-৫-১৫ইং। নিখোঁজের স্ত্রী নাসরিন বেগম জানান, গত রোববার রাতে আমার স্বামী ওসমান গনী ভূঁইয়া তার বড় বোন আমেনা বেগমের বাড়ী থেকে খাওয়া দাওয়া শেষ করে বাহিরে বের হয়ে আর বাড়ীতে প্রবেশ করেনি। তার ব্যবহারকৃত মোবাইল সেটটি তার বোনের বাড়ী রেখে সে বাহিরে বের হয়। তার পরনে ছিল কালো প্যান্ট ও জলপাই কালারের র্শাট। অপর একটি সূত্রে জানা গেছে, গত ১ মাস যাবত ওসমান গনীর বাড়ীতে গ্যাস ও পানির সংযোগ না থাকায় ওসমান গনী ও তার পরিবার তার বড় বোনের বাড়ী বসবাস করে আসচ্ছে।    


Post a Comment

Disqus