শাহাজালাল (সাব্বির)/ ১১ মে ২০১৫ / নারায়গঞ্জের সোনারগাঁ উপজেলায় পানিতে ডুবে রোকসানা (৬) নামে এক শিশু কন্যা মারা গেছে।
সে উপজেলার মামলতপুর গ্রামের জাকির হোসেনের মেয়ে । সোমবার বিকালে বাড়ির পাশে পুকুরপাড় খেলতে যায়। এসময় এসময় পানিতে সে ডুবে যায়। প্রায় কয়েক ঘনটা খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করে সোনারগাঁ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।

Post a Comment

Disqus