বর্তমান বার্তা ডট কম / ০৯  মে ২০১৫ /  নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের দৌলরদী গ্রামের সাবেক  মেম্বার ও বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ রফিক মেম্বারের মা একতার বেগম গতকাল শনিবার সকাল ১০টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহী ...........রাজিউন)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েয়েছিল ১শত ৫ বছর। তিনি পাঁচ ছেলে ও চার মেয়েসহ অসংখ গুণ গ্রাহী রেখে গেছেন। নারায়ণঞ্জ-৩  সোনারগাঁ)আসনের লিয়াকত হোসেন খোকা শোকহত পরিবারকে সমবেদনা জানান। এসময় জানাজায় অংশগ্রণ করেন সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার , সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি হাজী মোঃ পিয়ার আলী, উপজেলা ছাত্র সমাজের আহব্বায়ক ফজলুল হক মাষ্টার,জাতীয় পার্টির প্রচার সম্পাদক মোঃ শহিদ বারদী ইউপি সদস্য কামাল মেম্বারসহ এলাকার শত,শত গণমান্য ব্যক্তিবর্গ । আছর নামাজের পর এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


Post a Comment

Disqus