

বর্তমান বার্তা ডট কম / ০৯ মে ২০১৫ / বি.আই.এম.টি নারায়ণগঞ্জ ইউনিটের নন-গেজেটড’র সরকারি কর্মচারী সমিতির নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ২০১৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় মেরিন টেকনোলজীর অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত অভিষেক অনুষ্ঠানে প্রধান অথিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর অতিরিক্ত মহা-পরিচালক সহিদুল ইসলাম। বি.আই,এম.টি (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আকরাম আলী সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (প্রশিক্ষন) বি.আই.এম.টি ঢাকা মোঃ রফিকুল ইসলাম, নন গেজেটেড সরকারি কর্মচারী বি.আই.এম.টি ঢাকা সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ কামরুল ইসলাম, সাধারন সম্পাদক খন্দকার ফিরোজ হোসেন ও মোঃ মোজাম্মেল হক আইএমটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার খোরশেদ আলম ও মেরিন টেকনোলজির প্রাক্তন অধ্যক্ষ মহসিন আলী প্রমুখ। বি.আই.এম.টি. সহকারি হোস্টেল সুপার গোলাম রসুল আজাদের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বি.আই.এম.টি নন-গেজেটেড সরকারি কর্মচারী সমিতি নব-র্নিবাচিত সভাপতি শামছুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউজ্জামান প্রমুখ। অভিষেক অনুষ্ঠানের আলোচনা সভা শেষে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Post a Comment
Facebook Disqus