বর্তমান বার্তা ডট কম / ২৪ মে ২০১৫ / কলাগাছিয়া নৌ ফাঁড়ী পুলিশ প্রায় ১৫০ কিলোমিটার নদী ধাওয়া করে ২টি ম্প্রিটর্বোটসহ ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে। গত শনিবার রাতে ২ ডাকাতকে মেঘনা নদী থেকে আটক করা হয়। পরে কলাগাছিয়া নৌ ফাঁড়ী পুলিশ ধৃত ২ ডাকাতকে কুমিল্লা জেলার তিতাশ থানায় সোর্পদ করে। এবং ডাকাতদের ব্যবহারকৃত ২টি স্প্রিটবোট জব্দ করে বন্দর থানায় নিয়ে আসে। এ ব্যাপারে কলাগাছিয়া নৌ ফাঁড়ীর ইনর্চাজ এসআই ইয়াছিন খন্দকার জানিয়েছে, ম্প্রিটবোট যোগে ৩ নদীর মহনায় ডাকাতির প্রস্তুতি সময় গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ১৫০ কিলো মিটার নদী ধাওয়া করে কুমিল্লা জেলার মেঘনা থানার শিবনগর এলাকার রুকু মিয়ার ডাকাত ছেলে জাহাঙ্গীর (২৪) ও একই এলাকার হক মিয়ার ডাকাত ছেলে পলাশ (২৩)কে আটক করে। পরে আটককৃত ২ ডাকাতকে তিতাশ থানায় সোর্পদ করা হয়। এবং ডাকাতদের ব্যবহারকৃত ২টি স্প্রিটর্বোট জব্দ করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মামলা রুজু করার প্রস্ততি চলছে বলে তিনি আর জানিয়েছেন।

Post a Comment
Facebook Disqus