বর্তমান বার্তা ডট কম / ২৪ মে ২০১৫ / মাদক সে বনের টাকা চেয়ে না পেয়ে মা ও বাবাকে বেদম পিটিয়ে আহত করেছে পাষান্ড মাদক সেবী কুলাঙ্গার পুত্র বুলবুল (২৫)। গত শনিবার রাত ৯টায় বন্দর থানার পদুঘর এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত মা বসিরুন নেসা বাদী হয়ে গতকাল রোববার দুপুরে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। জানা গেছে, বন্দর থানার পদুঘর এলাকার মোজাম্মেল হকের ছেলে সোহেল প্রতিদিন নেশা করার জন্য তার মা বসিরুন নেসাকে প্রচন্ড চাপ সৃষ্টি করত। এর ধারাবাহিকতায় গত শনিবার রাতে সোহেল নেশা সেবনের জন্য তার মা বসিরুনকে চাপ সৃষ্টি করে। তার মা টাকা দিবেনা বলে জানালে মাদক সেবী সোহেল ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা দিয়ে তার জন্মধারনী মাকে পিটিয়ে আহত করে। পরে তার পিতা মোজাম্মেল হক সোহেলকে বাধা দিতে আসলে সোহেল তার পিতাকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় আহত মা বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এ রির্পোট লেখা পর্যন্ত বন্দর থানা পুলিশ কুলাঙ্গার ছেলে সোহেলকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রেখেছে।

Post a Comment
Facebook Disqus