বর্তমান বার্তা ডট কম / ৩০ মে ২০১৫ / নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ডান্ডিবার্তার সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান বাদল বলেছেন, জনগনকে দেশপ্রেমে উদ্ধুদ্ধ করে সমাজিক উন্নয়নে সাংবাদিকদের সবচে বেশী ভূমিকা রাখতে হবে। বন্দর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষনার পর নবনির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দের প্রতি এ আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব হাবিবুর রহমান বাদল। তিনি আরও বলেন, আমি এর আগেও একবার প্রয়াত এমপি নাসিম ওসমানের সঙ্গে বন্দর প্রেসক্লাবে এসেছিলাম। এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এসেছি। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত বন্দর প্রেসক্লাবের যথেষ্ট ঐতিহ্য রয়েছে। সম্পুর্ণ গণতান্ত্রিক ধারাবাহিকতায় নির্বাচিত পরিষদ এখানে দায়িত্ব পালন করে। এবারের নির্বাচনও কঠোর গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠানের চেষ্টা করেছি আমরা নির্বাচন কমিশনাররা। একটা বিষয় আমার ভালো লেগেছে যে, বন্দর প্রেসক্লাবের একটি সমৃদ্ধ গঠনতন্ত্র রয়েছে। এবং এই গঠনতন্ত্রে নতুন সদস্য হওয়ার যোগ্যতার মাপকাঠি রাখা হয়েছে এইচ এস সি। আমি নবনির্বাচিতদের অনুরোধ করবো, নির্বাচন মানেই জয়-পরাজয়। যারা পরাজিত হয়েছেন তাদের দূরে ঠেলে দিলে হবেনা। তাদের মেধাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে বন্দরের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে সাংবাদিকদের। বন্দর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৈনিক নারাযণগঞ্জের আলোর প্রকাশক ও দৈনিক যুগান্তরের সাংবাদিক রাজু আহাম্মেদ ও নিউজ নারায়ণগঞ্জ২৪ ডটকম এর প্রধান সম্পাদক শাহজাহান শামিম।
উল্লেখ্য যে, ২৯ মে শুক্রবার বন্দর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে কমল খান (নারায়ণগঞ্জের আলো) ও সাধারণ সম্পাদক পদে কাজিম আহাম্মেদ (মাইটিভি) বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন। এছাড়া অন্যান্য পদে ৭ জন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন সহ সভাপতি এস এম শাহীন (দৈনিক সচেতন), সহ সাধারণ সম্পাদক পদে নাসির উদ্দিন (দৈনিক মানবকন্ঠ), অর্থ সম্পাদক ইমরান মৃধা (শীতলক্ষা), সাংগঠনিক সম্পদক আমির হোসেন (দৈনিক সোজা সাপটা), প্রচার ও দপ্তর সম্পদক সন্তোষ রায় (কিশোর ভূবন)। নির্বাহী সদস্য পদে শহীদুজ্জামান ফিরোজ (আমাদের সময়) ও নুরুজ্জামান মোল¬া (মানবজমিন)।

Post a Comment
Facebook Disqus