বর্তমান বার্তা ডট কম / ৩০ মে ২০১৫/ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪ তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মোঃ রেজাউল করিমের নেতৃত্বে পৌরসভা যুবদল ও স্বেচ্ছাসেবক দল যৌথভাবে পৌরভবনাথপুর এলাকায় দোয়া মাহফিল, গণভোজ ও আলোচনা সভার আয়োজন করে।
সোনারগাঁ পৌরসভা যুবদলের সভাপতি ফারুক আহমেদ তপনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহিদ-বিন-ইমতিয়াজ বকুল। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ পৌরসভা যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন। বক্তব্য রাখেন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সফিকুল ইসলাম সফি, পৌর যুবদল নেতা জামান মিয়া, জাকারিয়া সালেহ স্বপন, দেলোয়ার হোসেন, কবির হোসেন, স্বেচ্চাসেবক দল নেতা ফারুক আহাম্মদ, ছাত্রদল নেতা শামীম আহমেদ, সাব্বির, রুবেল প্রমুখ।
এদিকে সোনারগাঁ পৌরসভা বিএনপি নেতা-কর্মীরা সাহাপুর মায়ামহল সিনেমা হল এলাকায় দোয়া মাহফিল, গণভোজ ও আলোচনা সভার আয়োজন করেছেন । শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪ তম শাহাদতবার্ষিকী উপলক্ষে
সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি হুমায়ুন কবির রফিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর। বক্তব্য রাখেন পৌরসভা জাসাসের সভাপতি মফিজুল ইসলাম সোহেল, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি পনির হোসেন, পৌর বিএনপির সহ-দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মন্টু, শ্রমিক দলের সহ-সভাপতি আবুল হোসেন, শ্রমিক দল নেতা জসিম, ছাত্রদল নেতা মেহেদী হাসান শুভ, অমিত হাসান প্রমুখ। এসময় অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Post a Comment
Facebook Disqus