ইকবাল হোসেন / ৩ মে ২০১৫ / নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার কাচঁপুর বেহাকৈর ও খামারগাঁও এলাকায় পৃথক ঘটনায় গতকাল রোববার দুই যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ জানান, উপজেলার কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর এলাকায় অজ্ঞাত (২৬) এক যুবতীর  লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে লাল কালো রংয়ের সেলোয়ার কামিজ ও গোলাপী রংয়ের বোরকা ছিল। পুলিশ লাশের পাশ থেকে একটি গামছা উদ্ধার করে। এদিকে গতকাল বিকেলে পুলিশ বৈদ্যেরবাজার ইউনিয়নের খামারগাঁও গ্রামে সানাউল্লাহর স্ত্রী সেলিনা বেগমের (৩০) লাশ উদ্ধার করে।নিহতের ভাই রফিক মিয়া অভিযোগ করেন, তার বোন জামাতা সানাউল্লা তার বোন সেলিনা বেগমকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। তিনি আরো বলেন, হত্যাকান্ডের পর থেকে ঘাতক সানাউল্লা পলাতক রয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, নিহত দুই যুবতীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়াগেলে সেলিনা বেগমের মৃত্যুর ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।




Post a Comment

Disqus