বর্তমান বার্তা ডট কম / ৩ মে ২০১৫ / নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিম ওসমান বলেছেন, যারা জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়ে চেয়ার পেয়েছেন তা ক্ষমতার চেয়ার নয়। তা হলো জনগণের সেবা করার চেয়ার এলাকার উন্নয়ন করার চেয়ার। আমি জনগণের গোলাম। আমি জনগণের ভোটের আমানত রক্ষা করাই আমার দায়িত্ব। জনগণের সেবা ও উন্নয়ন করা। যত দিন সংসদ সদস্য থাকব ততদিন জনগণের উন্নয়ন করব। প্রয়াত এমপি নাসিম ওসমানের স্বপ্ন শীতলক্ষ্যা সেতুর কাজ জুলাই মাসে শুরু হবে। প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন শান্তির চরে শিল্পপল্লি গড়ে তুলা হবে। ইতি দশ্যে জাপানী কোম্পানী দেখে গেছেন। শান্তিচরে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে বন্দরের ১৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে। গতকাল রোববার সকাল ১০ টা থেকে বেলা ২টা পর্যন্ত বন্দরের বিভিন্ন এলাকায় এলজিইডির অর্থায়নে সাড়ে ৬ কোটি টাকা ব্যায়ে ৫টি রাস্তা ও ১টি কার্লভাট নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঊদ্বোধনকালে তার সাথে ছিলেন বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম এ রশিদ, জেলা জাতীয়পার্টির আহবায়ক আলহাজ্ব আবুল জাহের, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান, মদনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম, বন্দর থানা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সোনা মিয়া মেম্বার, আওয়ামীলীগ নেতা এড. ইসহাক, যুবলীগ নেতা সাজনু, শাহ আলম মেম্বার, জাতীয়পার্টি নেতা কামাল হোসেন, নুরুল ইসলাম, জয়নাল, শাহজাহান মেল্লা, নূর হোসেন, শাহ আলম, চাঁন মিয়া, মুসলিম, মোশারফ, আজ্জুম, আনোয়ার কবির, মঞ্জুর মেম্বার প্রমুখ। এস আর এন্টার প্রাইজ কাজ গুলি ঠিকাদারী কাজ করবেন। রাস্তাগুলি হলো ধামগড় ইস্পাহানী বাজার হতে লাঙ্গলবন্দ জিসি সড়ক, ফনকুল কাইকারটেক সড়ক পর্যন্ত, তিনগাও হতে চিংগাও আমির হোসেনের বাড়ি সড়ক পর্যন্ত, পদুঘর কাইকারটেক সড়ক হতে বরইখালী রাস্তা ও ননীসাধুর আশ্রম রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
বন্দরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি সেলিম ওসমান জনগণ নির্বাচিত করেছে ক্ষমতার জন্য নয় সেবার জন্য
বর্তমান বার্তা ডট কম / ৩ মে ২০১৫ / নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিম ওসমান বলেছেন, যারা জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়ে চেয়ার পেয়েছেন তা ক্ষমতার চেয়ার নয়। তা হলো জনগণের সেবা করার চেয়ার এলাকার উন্নয়ন করার চেয়ার। আমি জনগণের গোলাম। আমি জনগণের ভোটের আমানত রক্ষা করাই আমার দায়িত্ব। জনগণের সেবা ও উন্নয়ন করা। যত দিন সংসদ সদস্য থাকব ততদিন জনগণের উন্নয়ন করব। প্রয়াত এমপি নাসিম ওসমানের স্বপ্ন শীতলক্ষ্যা সেতুর কাজ জুলাই মাসে শুরু হবে। প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন শান্তির চরে শিল্পপল্লি গড়ে তুলা হবে। ইতি দশ্যে জাপানী কোম্পানী দেখে গেছেন। শান্তিচরে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে বন্দরের ১৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে। গতকাল রোববার সকাল ১০ টা থেকে বেলা ২টা পর্যন্ত বন্দরের বিভিন্ন এলাকায় এলজিইডির অর্থায়নে সাড়ে ৬ কোটি টাকা ব্যায়ে ৫টি রাস্তা ও ১টি কার্লভাট নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঊদ্বোধনকালে তার সাথে ছিলেন বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম এ রশিদ, জেলা জাতীয়পার্টির আহবায়ক আলহাজ্ব আবুল জাহের, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান, মদনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম, বন্দর থানা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সোনা মিয়া মেম্বার, আওয়ামীলীগ নেতা এড. ইসহাক, যুবলীগ নেতা সাজনু, শাহ আলম মেম্বার, জাতীয়পার্টি নেতা কামাল হোসেন, নুরুল ইসলাম, জয়নাল, শাহজাহান মেল্লা, নূর হোসেন, শাহ আলম, চাঁন মিয়া, মুসলিম, মোশারফ, আজ্জুম, আনোয়ার কবির, মঞ্জুর মেম্বার প্রমুখ। এস আর এন্টার প্রাইজ কাজ গুলি ঠিকাদারী কাজ করবেন। রাস্তাগুলি হলো ধামগড় ইস্পাহানী বাজার হতে লাঙ্গলবন্দ জিসি সড়ক, ফনকুল কাইকারটেক সড়ক পর্যন্ত, তিনগাও হতে চিংগাও আমির হোসেনের বাড়ি সড়ক পর্যন্ত, পদুঘর কাইকারটেক সড়ক হতে বরইখালী রাস্তা ও ননীসাধুর আশ্রম রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

Post a Comment
Facebook Disqus