
প্রয়াত এমপি আলহাজ্ব নাসিম ওসমানের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বন্দর থানা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববা
র বিকেলে বন্দরের ফুলহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোস্তফা ভূইয়া। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আরজু রহমান ভূইয়া, এড. আনিসুর রহমান দিপু, বন্দর থানা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক আঃ রউফ, প্রচার সম্পাদক হাবিবুর রহমান মাস্টার, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোঃ সাগর, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, মহিলা কাউন্সিলর ইশরাত জাহান খান স্মৃতি, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী এড. মাহমুদা মালা, বন্দর থানা আওয়ামী লীগ নেতা এড. ইসহাক, আমিরুল ইসলাম, শাহ আলম, মজিবর রহমান, নাজিম উদ্দিন, আলহাজ্ব আবেদ হোসেন, শুক্কুর আলী, শাহজাহান মোল্লা, সোনা মিয়া মেম্বার, নূর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আইয়ূব আলী, নুরুল আলম, আঃ হক মাদবর, শহীদুল্লাহ, হাজী আমজাদ হোসেন, মোবারক হোসেন, মুদিল, থানা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার হাতেম, সাংগঠনিক সম্পাদক এস আই জুয়েল, যুবলীগ নেতা সামসুল হাসান, রফিকুল ইসলাম রফিক, মাসুম, শহীদ, মোক্তার, মরীফ, সুমন, মাসুম, আমান উল্লাহ, আঃ হামিদ, তুষার, শিশির, ওয়াসীম আকরাম, থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ, ছাত্রলীগ নেতা সাইফুল, খান মাসুদ, সিরাজ, মাহবুবর রহমান কমল, শেখ রাসেল, অহিদুজ্জামান, আরাফাত কবির ফাহিম, সাইদ, আনু, শাওন, শ্রমিকলীগ নেতা এবাদুল্লাহ, আইয়ূব নবী প্রমুখ। প্রধান বক্তা বলেন, বেগম খালেদা জিয়া মানুষ হত্যা করে বাংলার মাটি থেকে পার পাবে না। তাকে বিশেষ ট্রাইব্যুনালে ১৫২ হত্যার বিচার করা হবে। খালেদা জিয়া দেশকে অশান্ত করে দেশের অনেক ক্ষতি করেছে। দেশের মানুষ খালেদা জিয়াকে ভয়কট করেছে। আমরা বিএনপির নেতাদের বলতে চাই আপনা খালেদা জিয়াকে ভয়কট করুন। আলোচনা শেষে প্রয়াত এমপি নাসিম ওসমানের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
Post a Comment
Facebook Disqus