বর্তমান বার্তা ডট কম / ১১ মে ২০১৫ / 
বন্দর থানা পুলিশ গত শনিবার রাতে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট
ভূক্ত ৪জন পরাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো বন্দরের শাহী মসজিদ এলাকার হাবিবুর রহমানের ছেলে চুরি মামলার ওয়ারেন্টে রকি (১৮), সোনাকান্দা পানির ট্যাঙ্কী এলাকার সাহাবুদ্দিন মিয়ার ছেলে ডাকাতি মামলার আসামী মোকারম (৪৫), কল্যান্দী এলাকার মৃত লাল মিয়ার ছেলে রাজু (২৭) ও মৃত জলিল মিয়ার ছেলে শিপন (৩৫) কে ননএফআইর মামলায় ওয়ারেন্টে গ্রেফতার করে। গতকাল রোববার পুলিশ তাদের আদালতে প্রেরণ করে।


Post a Comment

Disqus