বন্দর থানা পুলিশ গত শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে ১ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার করেছে। পুলিশ মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১৮ পিছ ইয়াবা ও ১শ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ব্যপারে বন্দন থানায় মামরা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো মাদক ব্যবসায়ী সালাউদ্দিন (৪০), মাদকসেবী ফারুকুল ইসলাম জুয়েল (৩৮) ও রোমান (৩০)।
জানা গেছে, বন্দর থানা পুলিশ বন্দরের ঘারমোড়া এলাকা থেকে একই এলাকার মৃত সাহাবুদ্দিন মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী সালাউদ্দিনকে গ্রেফতার করে। তার দেহ তল্লাশী করে ১৮ পিছ ইয়াবা ও ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। অপর দিকে বন্দরের বেপারী পাড়া এলাকা থেকে আলীনগর এলাকার মোক্তার হোসেনের ছেলে ফারুকুল ইসলাম জুয়েল ও বেপারীপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রোমানকে মাদক সেবনের অপরাধে গ্রেফতার করে। গতকাল রোববার পুলিশ তাদের আদালতে প্রেরণ করে।
Post a Comment
Facebook Disqus