বর্তমান বার্তা ডট কম / ১৯ মে ২০১৫ /  বন্দরের কা
মতাল তদন্ত কেন্দ্র পুলিশ ৫ মাদক সেবীকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় পুলিশ তাদের লাঙ্গলবন্দ বাজার সংলগ্ন টানা ব্রিজের উপর থেকে গ্রেফতার করে। পুলিশ তাদের দেহ তল্লাশী করে ২০ পুরিয়া হেরোইন, ১০ পিছ ইয়াবা ও ২টি গাঁজা ভর্তি সিগারেট। গ্রেফতারকৃতরা হলো সোনারগাঁ থানার দড়িকান্দি এলাকার মৃত কোরবান আলীর ছেলে আলমগীর (২৯), নাজিরপুর এলাকার মৃত আঃ খালেক মিয়ার ছেলে ওয়াসকুরুনী (৩৫), আঃ রউফ মিয়ার ছেলে বাবু (২৮), ঠোটালিয়া গ্রামের সামসুল হকের ছেলে মহসীন (২৫), চর লাল গ্রামের মৃত সামসুদ্দিন মিয়ার ছেলে মহসীন (২৮)। এ ব্যপারে বন্দর থানায় মামলা হয়েছে। পুলিশ তাদের থানা হাজতে আটক রেখেছে।


Post a Comment

Disqus