নারায়ণগঞ্জ , বন্দর বন্দরে গ্রেফতার ১ A+ A- Print Email বর্তমান বার্তা ডট কম / ১৯ মে ২০১৫ / বন্দর থানা পুলিশ গত সোমবার রাতে বন্দরের বক্তারকান্দি এলাকা থেকে নন এফআইআর মামরায় ২টি ওয়ারেন্টভূক্তপলাতক আসামী আল আমিন (৩০) কে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আল আমিন একই এলাকার বাদল হোসেনের ছেলে। গতকাল মঙ্গলবার পুলিশ তাকে আদালতে প্রেরণ করে।
Post a Comment
Facebook Disqus