বর্তমান বার্তা ডট কম / ১৯ মে ২০১৫ /  বন্দর থানা পুলিশ গত সোমবার রাতে বন্দরের বক্তারকান্দি এলাকা থেকে নন এফআইআর মামরায় ২টি ওয়ারেন্টভূক্ত

পলাতক আসামী আল আমিন (৩০) কে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আল আমিন একই এলাকার বাদল হোসেনের ছেলে। গতকাল মঙ্গলবার পুলিশ তাকে আদালতে প্রেরণ করে।


Post a Comment

Disqus