বর্তমান বার্তা ডট কম/ বিনোদন/ 20 মে ২০১৫ / সিনেমায় পিকু-র রোড জার্নি তো শেষ। তবে বাস্তবের পিকুর সাফল্যের যাত্রা অব্যাহত। তাই এখনই বিয়ে-শাদিতে নারাজ দীপিকা পাড়ুকোন। রণবীরকাপুরের সঙ্গে ছাড়াছাড়ি হবার পরে দীপিকা জোড়ি বেঁধেছেন রণবীর সিংয়েরসঙ্গে। সে রিলেশনশিপ দিব্যি গড়গড়িয়ে চলছে। কিছুদিন আগে

রণবীর নিজেইজানিয়েছিলেন, ২৯ এর কোঠায় পা দিয়েছেন তিনি, এবার বিয়ের পর্ব চুকিয়েফেলবেন। বলিপাড়ায় জল্পনা চলছিল যে, তবে কি শিগগিরই রণবীরের সঙ্গেসাত পাকে বাঁধা পড়তে চলেছেন দীপিকা? এমনিতে দু’জনের অফ স্ক্রিন কেমিষ্ট্রিজমে ক্ষির। মাঝেমধ্যেই দুজনে বেরিয়ে পড়েন চিল আউটে। তবে রণবীর ‘ফ্যামিলি ম্যান’ হতে পা প্রায় বাড়িয়ে থাকলেও ‘পিকু’ দীপিকা এখনও রাজিনন। আসলে বিয়ের মতো সিরিয়াস রিলেশনে তাড়াহুড়োয় রাজি নন দীপিকা।সম্প্রতি তিনি জানিয়েছেন, এটা একটা সারা জীবনের ব্যাপার। বিয়ে যখন করতেহবে তখন একেবারে সঠিক সময়ে, সটিক মানুষের সঙ্গেই তা করা উচিত। তাই এ নিয়েআমার কোনও তাড়া নেই।

Post a Comment

Disqus