বর্তমান বার্তা ডট কম/ বিনোদন/ ২০ মে ২০১৫ / হাসপাতালেভর্তি হয়েছেন ভারতের খ্যাতিমান বাঙ্গালি অভিনেতা মিঠুন চক্রবর্তী। জ্বর, বমি ও পেট ব্যাথা নিয়ে রোববার ভোর সাড়ে চারটায় মুম্বাইয়ের কান্দিভালির 'রক্ষা হাসপাতালে' ভর্তি হন তিনি। তবে এক ঘণ্টা পর তাকে এই হাসপাতাল থেকে নিয়ে আরেক হাসপাতালে ভর্তি করা হয়। তারঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে সোমবার মিড-ডে ডটকম এ খবর জানিয়েছে। তবে তার সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। রক্ষাহাসপাতালের ডা. অঙ্কুর বলেন, 'রাত আনুমানিক সাড়ে চারটার দিকে তাকে এখানেনিয়ে আসা হয়েছিল। ছয়টার দিকে তাকে অন্য এক হাসপাতালে নিয়ে যায় তারস্বজনরা।' ১৯৭৬ সালে মৃণাল সেন পরিচালিত হিন্দি চলচ্চিত্র ‘মৃগয়া’রমাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে মিঠুনের। প্রথম ছবিতেই সেরা অভিনেতাহিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি। এ পর্যন্ত অন্ততসাড়ে তিনশো ছবিতে অভিনয় করেছেন গুণী এ অভিনেতা। ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডিসকো ড্যান্সার’ ছবিটি মিঠুনকে বলিউডের অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত করে।নাচে বিশেষ পারদর্শীতার জন্য সুপরিচিত মিঠুন চক্রবর্তী। কাজেরস্বীকৃতি হিসেবে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ আইফা, ফিল্মফেয়ার, স্টারস্ক্রিন, স্টারডাস্ট, আনন্দলোক এবং বেঙ্গল ফিল্ম জার্নালিষ্টস’ অ্যাসোসিয়েশন পুরস্কার জিতেছেন ৬২ বছর বয়সী এ অভিনেতা।
Post a Comment
Facebook Disqus