বর্তমান বার্তা ডট কম/ বিনোদন/ ২০ মে/ প্রেম, বিচ্ছেদ এবং মিলন। সব ধাপই একে একে পেরিয়ে গেলেন ‘হায়দার’ শহিদ কাপুর এবংকারিনা কাপুর খান। ‘জাব উই মেট’-এর সেটে শহিদের প্রেমে দাঁড়ি টেনে সাঈফআলী খানের সঙ্গে ঘর বেঁধেছেন কাপুর পরিবারের এই ছোট মেয়ে। কিন্তু আবারোপ্রেমের রসায়ন নিয়ে হাজির হচ্ছেন
শহিদ-কারিনা জুটি। পরিচালক অভিষেক চৌবের আসন্ন ছবি ‘উড়তা পাঞ্জাব’-এ আবারো জুটি বাঁধছেন সাবেক এই প্রেমিক-প্রেমিকা যুগল। সিনেমাটিতে আরো অভিনয় করছেন কালের আলোচিত নায়িকা আলিয়া ভাট এবং পাঞ্জাবের বিশিষ্ট গায়ক-অভিনেতা দালজিত দোসাইয়া। পাঞ্জাবেড্রাগসের প্রভাব নিয়ে চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক।
Post a Comment
Facebook Disqus