বর্তমান বার্তা ডট কম / ২০ মে ২০১৫ /স্বর্ণের মধ্যে ভেজাল থাকতে পারে কিন্তু আমাদের এমপি লিয়াকত হোসেন খোকার মধ্যে কোনো ভেজাল নাই, ষার্ট বছরের এক বৃদ্ধ মতবিনিময় সভায় উপস্থিত থেকে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন। নারানয়গঞ্জের সোনারগাঁ উপজেলার সোনারগাঁ আইডিয়াল কলেজে মাঠে গতকাল মঙ্গলবার দুপুরে জামপুর ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দ সঙ্গে এক মতবিনিময় ও আলোচনা সভায়  উপজেলা ছাত্র সমাজের আহব্বয়ক ফজলুল হক মাষ্টার বলেন, শিক্ষা শান্তি উন্নয়ন প্রগতি ও সোনারগাঁয়ের সর্বস্তরের জনগণের সেবা করে যাওযাই হলো জননেতা লিয়াকত হোসেন খোকার মূল নীতি । সোনারগাঁয়ে বহু এমপি,মন্ত্রী হয়ে এসেছে তাদের নিজেদের সার্থের জন্য জনগণের সেবা করার জন্য নয়। বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকা আসার পর থেকে এক বছরে এলাকায় যে উন্নয়ন হয়েছে তা সোনারগাঁয়ের ইতিহাসে এই প্রথম। তিনি আরও বলেন জাতীয় পার্টি উন্নয়নে বিশ্বাসী একটি দল, এরই ধারাবায়িকতায় সোনারগাঁ জনপ্রিয় সাংসদ লিয়াকত হোসেন খোকা রাস্তাঘাট ব্রীজ কালভাট জরাজির্ণ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্ন্য়ন করে যাচ্ছেন । তাই  জাতীয় ছাত্র সমাজ, জননেতা লিয়াকত হোসেন খোকার আদর্শকে অনুসরণ করে এগিয়ে যাবে। এসময় উপস্থিত ছিলেন  জাপা নেতা আমানউল্লাহ আমান, মাহফুজুর রহমান, হোসেন বেপারী। অন্যদের উপস্থিত ছিলেন  জামপুর ইউনিয়ন ছাত্র সমাজের আহব্বায়ক শামীম ভ’ঁইয়া, ছাত্র সমাজের নেতা রাসেল, মোশারফ হোসেন, ইউনুছ , এনামুল, ইমরান, তুহিন, রবিন, রাজিব, জুয়েল, সুমন, মামুন, ইউসুফ, পলাশ মিয়া, কাউসার, হানিফ, সাব্বির, সিয়াম, সেলিম, হাসান, জুবায়ের, তুষার,  আরমান, অন্তর, নোমান, খ্য়ারুল ইসলাম, স্বপন মিয়া, রিপনসহ কয়েকশত নেতাকর্মী । জাতীয় ছাত্র সমাজের  মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছাত্র সমাজ নেতা জহিরুল ইসলাম।


Post a Comment

Disqus