
বর্তমান বার্তা ডট কম / ২০ মে ২০১৫ / বন্দরে মা
দ্রাসা ছাত্রী অপহরণে মামলার আসামি জাহের (৪০) কে ১ দিনের রিমান্ডে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। তবে পুলিশ তার কাছ থেকে মাদ্রাসা ছাত্রীর সন্ধ্যান পায়নি। জাহের বন্দরের ধামগড় কাজীপাড়া এলাকার আঃ জাব্বার মিয়ার ছেলে। গত সোমাবার সকালে পুলিশ তাকে বন্দরের কাজীপাড়া এলাকা থেকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ড চায় আদালত গত মঙ্গলবার রিমান্ড শুনানী শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৬ এপ্রিল গভীর রাতে বন্দরের হরিপুর বঙ্গশাসন এলাকার হাসান ইমাম মুন্সীর মেয়ে মাদ্রাসা ছাত্রী আফরোজা আক্তার সুবর্ণা প্রেমের টানে অজানার উদ্যোশে চলে যায়। এ ঘটনায় হাসান ইমাম মুন্সী বাদী হয়ে প্রেমিক ফয়সাল, বন্ধু নাঈম, জাহের ও সানাউল্লাকে আসামী করে বন্দর থানায় অপহণ মামলা করে।
Post a Comment
Facebook Disqus