বর্তমান বার্তা ডট কম / ২০ মে ২০১৫ /
বন্দরে মাল্টিপারপাসে জমানো টাকা ফেরত না পেয়ে মেয়ের চিকিৎসা করাতে পারছেনা রবিউল ইসলাম। দীর্ঘ ১ বছর যাবত বন্দরের ফলহর এলাকায় বেসরকারী সংস্থা প্রাইম মাল্টিপারপাস কো-অপারেটিভর প্রতিষ্ঠাতা এস এম শাহাবুদ্দিন গ্রাহক  রবিউলের টাকা না দিয়ে বিভিন্ন টাল বাহানা করছে। সে গ্রাহকের সঙ্গে টাকা নিয়ে প্রতারণা করে সে টাকা দিয়ে সিগমা মটরর্স নামে একটি প্রতিষ্ঠান করে । এ ঘটনায় গতকাল বুধবার বন্দর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অবিযোগে সূত্রে জানা যায়, বন্দরের রামনগর এলাকার মৃত আঃ মালেক মিয়ার ছেলে রবিউল প্রাইম মাল্টিপারপাসে আমানত হিসেবে ১২ লাখ টাকা জমা রাখে, গত ৩১ নভেম্বর ১৩ তারিখে।  পরে সে পাল্টিপারপাস থেকে ৫ লাখ টাকা উত্তোলন করে নেয় কিন্তু বাকি ৭ লাখ টাকা প্রতিষ্ঠানের  চেয়ারম্যান শাহাবুদ্দিন ফেরত না দিয়ে টাল বাহানা  শুরু করে । এ দিকে রবিউলের শিশু কন্যা রাফিয়া আক্তার রূপা কঠিন রোগে ভূগছে। তার হাত-পা অকেজো হয়ে যাওয়ার পথে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজের চর্মরোগ বিশেজ্ঞ ডা. মনির হোসেন শিশুর চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর রেফার্ট করেন। এসময় মাল্টিপারপাসের টাকা না পেলে তার শিশুটিকে বাঁচানো যাবেনা। তাই সে টাকা দ্রুত ফেরত পেতে বন্দর থানায় একটি  অভিযোগ দায়ের করেন। এ ব্যপারে জানতে প্রাইম মাল্টিপারপাসের চেয়ারম্যান শাহাবুদ্দিন মিয়ার ০১৯১২৬৮০২২২  যোগাযোগ করার চেষ্টা করা হলেও সে ফোন  গ্রহণ করেননি।

Post a Comment

Disqus